১৯ মে থেকে ২১ জুন পর্যন্ত দ্রুত গতির ইন্টারনেট চালু করার জন্য , বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ হবে। এ কারণে ব্যাহত হতে পারে বাংলাদেশের সাথে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ইন্টারনেট যোগাযোগ।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসাইন এ কথা জানিয়েছেন।
মনোয়ার
হোসাইন জানান, ২৯ মে থেকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝামাঝি স্থানে
বাংলাদেশের একমাত্র সাবমেরিন এসএমডব্লিউ ফোর এর কাজ হবে। এই সময়ে বিশ্বের
অন্যান্য দেশের সঙ্গে ইন্টারনেটের যোগাযোগ ঠিক রাখতে সরকারি প্রতিষ্ঠান আই
টু আই ক্যাবল ভাড়া নিয়েছে। ভারতের চেন্নাই থেকে এ ক্যাবল দিয়ে বাংলাদেশের
ডাটা ও কলগুলো মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানান তিনি।
No comments:
Post a Comment