বর্তমানে গুগলে সার্চ করলে দেখতে পাবেন অনেক ওয়েব সাইট আছে যারা টাকা এর বিনময়ে হোক বা ফ্রী হোক " ১০০০ থেকে ১০০০০ ব্যাকলিঙ্ক দিচ্ছে! আমি সর্ব প্রথম একটা ব্লগ করেছিলাম ২০০৯ সালে আর এইসব ধান্দা করতে গিয়ে ব্লগ টা কে স্পাম খাওাইছি। কারন আমার মাথায় তখন ছিল " যে ভাবেই হোক না কেন বেকলিঙ্ক নেওয়া। সেই ব্লগ টা বেঁচে নেই কারন পুরা ব্লগটাই হয়েগেছিল অন্যরকম। সারা দিন এসইও করেও আনতে পারি নাই ট্রাফিক।
অনেক নতুনরা আছেন যারা আমার মতো এই ভুল করেছেন বা করবেন তাদের জন্যই আমার এই পোস্ট। হ্যাঁ আপনি পাবেন ১০০০ থেকে ১০০০০ ব্যাকলিঙ্ক কিন্তু কাজের নাহ। সেই সব ব্যাকলিঙ্ক আপনাকে একটাও হেল্প করবে নাহ বরং আপনার ব্লগ বা সাইট এর ক্ষতি করবে। এই ধরনের কাজ এক বা একাধিক বার করলে আপনি গুগল এর কাছে ধরা পরবেন কারন মনে রাখবেন গুগল রোবট আপনার সাইট নিয়মিত দেখাশুনা করে, আর ধরা পরা মানে আমার মতো অবস্তা হবে। প্রতিদিন পোস্ট করবেন কিন্তু গুগল সাবমিট করবে নাহ সার্চ ইঞ্জিনে, ব্যাকলিঙ্ক নিবেন তাও কাজ করবে নাহ।
সময় নাই ঘণ্টার পরে ঘণ্টা ধরে ব্যাকলিঙ্ক এর জন্য কাজ করার ?
আপনি যদি বেস্ত মানুস হয়ে থাকেন তাহলে আরও কিচু উপায়ে আপনি মূল্যবান বেকলিঙ্ক পাবেন। যেমন আপনি কিছু টাকার বিনিময়ে oDesk অথবা DeshiWorker অথবা Freelancer
এই সব ফ্রীলাঞ্চিং মার্কেট প্লেসে আপনার ব্যাকলিঙ্ক এর কাজটি কোন ভালো
কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন । এই ভাবে করলে আপনার সাইট যাই হোক না কেন
ব্যাকলিঙ্ক এর জন্য গুগল এর স্পাম খাওয়া থেকে বাঁচবে।
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ।
No comments:
Post a Comment