/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

স্মার্টফোনের ৫ গেমস


যানজটে বসে বিরক্ত হচ্ছেন? বাড়িতে বসে করার কিছু নেই? হাতে স্মার্টফোনটা তো আছেই। মজার সব গেম তো এখন স্মার্টফোনেই খেলতে পারবেন। তা-ও বিনা মূল্যে। এমন পাঁচটি গেমের তালিকা দিয়েছে ইয়াহুর ডিজিটাল ক্রেভ ব্লগ।


                                                                  অ্যাংরি বার্ডস

বাসা থেকে ডিম চুরি করে নিয়ে গেলে পাখিরা তো খেপবেই। চোর শূকরদের প্রতি প্রতিশোধ নেওয়ার অভিযানেই নেমেছে রাগী পাখিরা। ছেলেবেলায় গুলতি ছোড়ার অভ্যাস যাঁদের ছিল, তাঁরা বাড়তি মজা পাবেন। এই গেমে পাঁচ ধরনের পাখির পাঁচ রকম বৈশিষ্ট্য। নির্দিষ্ট সময়ের মধ্যে গুলতি ছুড়ে শূকরদের বাসাগুলো ভেঙে দিতে হবে।




                                                               জেটপ্যাক জয় রাইড

ব্যারি স্টেকফ্রাইস, এই গেমে নায়কের নাম এটাই। একটা জেটপ্যাক নিয়ে বেচারাকে ঢুকে পড়তে হবে গোপন এক ল্যাবরেটরিতে। লেজার বিম, মিসাইল ও আরও নানা বাধা এড়িয়ে জীবন বাঁচিয়ে রাখতে হবে। এরই মধ্যে কয়েন সংগ্রহ করতে হবে, নতুন মিশনে সাফল্য পেতে হবে, নতুন জেটপ্যাকও পাওয়া যাবে।


                                                             ফোর পিকস ওয়ান ওয়ার্ড
  
নাম যেমন, গেমটাও ঠিক তা-ই। চারটি ছবি দেখে অনুমান করুন সঠিক শব্দটি কী। যেমন দেখানো হলো এক জোড়া মোজা, দুজন মানুষের তাস খেলা, যমজ শিশু এবং দুটি বার্গার। তা হলে শব্দটি হতে পারে জুটি। যদি নিজের মাথায় চলে আসে তো ভালোই, নইলে ফেসবুকে বন্ধুদের সাহায্যও নিতে পারবেন।

                                                                  রেইল রাশ
টেম্পল রান আর ইন্ডিয়ানা জোনস—দুটো গেমেরই মজা পাবেন এটি খেলে। ভূগর্ভের খনির মধ্য দিয়ে নিজের বাহন চালিয়ে যেতে হবে। নানা বাধা এড়িয়ে সোনা সংগ্রহ করতে হবে, ডানে-বাঁয়ে সরে লাইন পরিবর্তন করতে হবে। এভাবেই আনলক করতে পারবেন নতুন পথ, নতুন চরিত্র।




                                                                 ক্যান্ডি ক্রাশ সাগা
ফেসবুকের জনপ্রিয় এই গেমটি স্মার্টফোনে খেলতে আরও মজা। সহজ, সাদামাটা এই গেমটা যেন নেশা ধরিয়ে দেয়। রঙিন ক্যান্ডিগুলো অবস্থান বদলে অন্তত তিনটি এক রকম ক্যান্ডি আছে এমন সারি বানাতে হবে। আচমকা ফল বা চকলেটের বর্ষণ বেশ উপভোগ করবেন। আর নিজের সেরা স্কোরটা ফেসবুকে প্রকাশ করে বেশ বাহবাও পেতে পারেন।




No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ