/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

১১ জুলাই নতুন ক্যামেরা প্রযুক্তির ঘোষণা দেবে নকিয়া (ভিডিও)


আগামী ১১ জুলাই নিউইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। অনুষ্ঠানে নতুন ক্যামেরা প্রযুক্তির ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানানো হয়েছে, ১১ জুলাইয়ের আয়োজন উপলক্ষে নকিয়া কর্তৃপক্ষ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণপত্রে নকিয়া লিখেছে ‘জুম রিইনভেনটেড’। তবে অনুষ্ঠানে কী পণ্য দেখানো হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। প্রযুক্তি বিশ্লেষকেরা নকিয়ার আমন্ত্রণ দেখে ধারণা করছেন, ১১ জুলাইয়ের অনুষ্ঠানে নতুন ক্যামেরা ফোনের ঘোষণা দিতে পারে নকিয়া। এ অনুষ্ঠানে ৪১ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত লুমিয়া সিরিজের নতুন স্মার্টফোনের ঘোষণা আসতে পারে বলেই ধারণা করছেন তাঁরা।
৪১ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত নতুন একটি স্মার্টফোন আনছে নকিয়া এমন খবর রটছে দীর্ঘদিন ধরেই। সম্প্রতি একটি ভিডিও ফাঁসের ঘটনায় পোক্ত ভিত্তি পেয়েছে এ খবর।
‘ইওএস’ কোড নামের উইন্ডোজনির্ভর নতুন এ স্মার্টফোনটি নকিয়া তাদের জনপ্রিয় লুমিয়া সিরিজে যুক্ত করতে পারে। ৭ জুন ‘ভিজি লিকস’ নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে নকিয়ার নতুন এ স্মার্টফোনের একটি ভিডিও ফাঁস করা হয়েছে। ভিডিওতে নতুন স্মার্টফোনে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা দেখানো হয়েছে। নকিয়ার ৮০৮ পিওরভিউতে এ ক্যামেরা প্রযুক্তি যুক্ত ছিল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ফাঁস হওয়া ভিডিওতে ‘এক্সএক্স মেগাপিক্সেল’ দেখানো হলেও স্মার্টফোনটিতে নকিয়ার লোগো ও পিওরভিউ লেবেল দেখা গেছে।
অবশ্য ফাঁস হওয়া এ ভিডিও সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই লুমিয়া সিরিজে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোনটি বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি।



No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ