ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামে ভিডিও ক্লিপ ও স্টিল ছবি যুক্ত করার সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। চলতি বছরে ইনস্টাগ্রাম কিনে নিয়েছে ফেসবুক। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কেভিন সিসট্রোম জানিয়েছেন, তিন থেকে ১৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করা যাবে ইনস্টাগ্রামে। এ ছাড়াও নির্দিষ্ট ফিল্টার যুক্ত করতেও পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ইনস্টাগ্রামের এ সুবিধাটি টুইটারের ভাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। চলতি বছরের জানুয়ারি মাসে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য ‘ভাইন’ নামে জন্য একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করে টুইটার কর্তৃপক্ষ। এ অ্যাপ্লিকশনটি ছয় সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ার করার সুযোগ দেয়। ২০১২ সালে ‘ভাইন’ নামের ভিডিও কিনেছিল টুইটার কর্তৃপক্ষ। এবারে ফেসবুক কর্তৃপক্ষও আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য এ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে।
চলতি বছরের এপ্রিলে ছবি তোলা ও শেয়ার করার জন্য একশো কোটি মার্কিন ডলার খরচ করে আইফোন, আইপ্যাড ও আইপড টাচের অন্যতম জনপ্রিয় অ্যাপ্লিকেশন ‘ইনস্টাগ্রাম’ কিনে নিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক।
No comments:
Post a Comment