অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘কি লাইম পাই’ নির্ভর পাঁচ দশমিক নয় ইঞ্চি মাপের একটি ফ্যাবলেট বাজারে আনতে পারে এইচটিসি। যখন কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না, তখন সব পন্থা বদলে আর গোড়া থেকে শুরু করা উচিত। এ কথাটি তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি মনে রেখেছে। বাজারে যখন এইচটিসির অবস্থা খুব খারাপ চলছিল সেসময়েই ‘এইচটিসি ওয়ান’ দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এইচটিসি ওয়ান ট্যাবলেটটি প্রযুক্তি বাজারে সাড়া ফেলার পর এবারে এ মডেলের একটি ফ্যাবলেট আনার পরিকল্পনা করছে এইচটিসি। স্মার্টফোনের চেয়ে আকারে কিছুটা বড় আবার ট্যাবলেটের চেয়ে আকারে ছোটো পণ্যগুলোকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ১০৮০ পিক্সেল ডিসপ্লেযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরনির্ভর ফ্যাবলেট তৈরি করছে এইচটিসি। ফ্যাবলেটটির কোড নাম টি৬। অ্যালুমিনিয়াম কাঠামোর এ ফ্যাবলেটে থাকবে আলট্রাপিক্সেল ক্যামেরা সুবিধা।প্রযুক্তি বিশ্লেষকেরা অবশ্য জানিয়েছেন, গুগল এখনও কি লাইম পাই নামের অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ঘোষণা দেয়নি। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ৪.৩ নামে জেলি বিনের আরও একটি সংস্করণ আনবে গুগল। অবশ্য কবে নাগাদ গুগল ‘কি লাইম পাই’ ঘোষণা দেবে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের যেকোনো সময় এইচটিসির ফ্যাবলেটটি ঘোষণা আসতে পারে। ফ্যাবলেটটির দাম হাতের নাগালে থাকবে বলেও ধারণা করছেন তাইওয়ান ভিত্তিক বিশ্লেষকেরা।
"কি লাইম পাই" এর এইচটিসি ফ্যাবলেট।
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘কি লাইম পাই’ নির্ভর পাঁচ দশমিক নয় ইঞ্চি মাপের একটি ফ্যাবলেট বাজারে আনতে পারে এইচটিসি। যখন কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না, তখন সব পন্থা বদলে আর গোড়া থেকে শুরু করা উচিত। এ কথাটি তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি মনে রেখেছে। বাজারে যখন এইচটিসির অবস্থা খুব খারাপ চলছিল সেসময়েই ‘এইচটিসি ওয়ান’ দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এইচটিসি ওয়ান ট্যাবলেটটি প্রযুক্তি বাজারে সাড়া ফেলার পর এবারে এ মডেলের একটি ফ্যাবলেট আনার পরিকল্পনা করছে এইচটিসি। স্মার্টফোনের চেয়ে আকারে কিছুটা বড় আবার ট্যাবলেটের চেয়ে আকারে ছোটো পণ্যগুলোকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ১০৮০ পিক্সেল ডিসপ্লেযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরনির্ভর ফ্যাবলেট তৈরি করছে এইচটিসি। ফ্যাবলেটটির কোড নাম টি৬। অ্যালুমিনিয়াম কাঠামোর এ ফ্যাবলেটে থাকবে আলট্রাপিক্সেল ক্যামেরা সুবিধা।প্রযুক্তি বিশ্লেষকেরা অবশ্য জানিয়েছেন, গুগল এখনও কি লাইম পাই নামের অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ঘোষণা দেয়নি। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ৪.৩ নামে জেলি বিনের আরও একটি সংস্করণ আনবে গুগল। অবশ্য কবে নাগাদ গুগল ‘কি লাইম পাই’ ঘোষণা দেবে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের যেকোনো সময় এইচটিসির ফ্যাবলেটটি ঘোষণা আসতে পারে। ফ্যাবলেটটির দাম হাতের নাগালে থাকবে বলেও ধারণা করছেন তাইওয়ান ভিত্তিক বিশ্লেষকেরা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment