এইচটিসি ওয়ান স্মার্টফোনটির একটি মিনি সংস্করণ তৈরি করছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। চার দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ স্মার্টফোনটির তথ্য ফাঁস করেছে বুলগেরিয়ার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্ট নিউজ। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
স্মার্ট নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এইচটিসি মিনি স্মার্টফোনটির নাম ‘এইচটিসি এম ৪’ রাখতে পারে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড জেলিবিন নির্ভর স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকবে। এ স্মার্টফোনটিতে থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে ও দীর্ঘক্ষণ চার্জ থাকার সুবিধা। এই স্মার্টফোনে ফোরজি সুবিধা সমর্থন করবে এবং উন্নত ক্যামেরা থাকবে। চলতি বছরের আগস্ট মাসে এ স্মার্টফোন বাজারে আসতে পারে। তবে এর দাম সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত এইচটিসি ওয়ান স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসি।
মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। এটি পিক্সেল হিসেব না করে পিক্সেলের আকার হিসাব করে। ধাতব কাঠামোর এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের তৈরি কোয়াড কোরের প্রসেসর ও ২ গিগাবাইট র্যাম।
৪.৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়।
এইচটিসি মিনি স্মার্টফোনটি স্যামসাংয়ের গ্যালাক্সি এস ফোর মিনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই বাজার গবেষকেরা ধারণা করছেন।
No comments:
Post a Comment