ক্যামেরায় ১০০ মেগাপিক্সেল! |
১০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, ম্যাপ তৈরি, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও বুদ্ধিমান যানবাহন তৈরির ক্ষেত্রে উন্নত রেজুলেশনের ছবি তোলার এ ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা যাবে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
চীনের বিজ্ঞান অ্যাকাডেমির অধীনস্থ অপটিকস ও ইলেকট্রনিকস ইনস্টিটিউটের গবেষকেরা তৈরি করেছেন ১০০ মেগাপিক্সেলের এই ক্যামেরা। তাঁরা এর নাম দিয়েছেন ‘আইওএ৩-কানবান’। এ ক্যামেরায় ১০,২৪০ বাই ১০,২৪০ পিক্সলে ছবি তোলা যায়।
গবেষকেরা জানিয়েছেন, ‘আইওএ৩-কানবান’ ক্যামেরাটি অত্যন্ত হালকা-পাতলা। ক্যামেরাটি খুব কম তাপমাত্রার পরিবেশেও ব্যবহার করা যায়।
গবেষকেরা এ ক্যামেরা তৈরিতে অ্যাডভান্সড অপটিক্যাল সিস্টেম, ক্যামেরা কন্ট্রোল সিস্টেম ও হাই ক্যাপাসিটি ডাটা রেকর্ডিং প্রযুক্তির সমন্বয় করেছেন।
এর আগে ২০০৫ সালে চীনের গবেষকেরা ৮১ মেগাপিক্সেলের ক্যামেরা উদ্ভাবন করেছিলেন।
১০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা হবে কিনা এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।
গিগাপিক্সেল ক্যামেরা
২০১২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকেরা হাজার মেগাপিক্সেলে ছবি তুলতে সক্ষম-এমন ক্যামেরা উদ্ভাবন করার তথ্য জানিয়েছিলেন। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছিল, গিগাপিক্সেলের সুপার ক্যামেরা তৈরিতে ৯৮টি মাইক্রো ক্যামেরার আলাদা আলাদা অংশ তৈরি করেছিলেন তাঁরা। প্রতিটি অংশে নিজস্ব অপটিক ও ১৪ মেগাপিক্সেলের সেন্সর বসিয়েছিলেন। এই মাইক্রো ক্যামেরাগুলো একটি বড় আকারের লেন্সের মধ্য দিয়ে ছোট সেন্সরের দৃশ্যগুলোকে একত্র করতে সক্ষম ছিল।
গবেষকেরা জানিয়েছিলেন যে, তাঁরা গিগাপিক্সেলে ছবি তুলতে পারে-এমন সুপার ক্যামেরা তৈরির পরিকল্পনা করেছেন। শিগগিরই হয়তো আমরা গিগাপিক্সেলে ছবি তোলার ক্যামেরা পাব।
No comments:
Post a Comment