/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

সাড়া জাগাতে আসছে ‘মটো এক্স’!



‘মটো এক্স’ নামের বুদ্ধিমান একটি স্মার্টফোন তৈরি করছে গুগলের অধীনস্থ মটোরোলা। প্রযুক্তি বিশ্লেষকেরা এ স্মার্টফোনটিকে বুদ্ধিমান বলছেন এ কারণে যে, মটো এক্স ব্যবহারকারীর মনের ভাব আগেভাগেই বুঝতে সক্ষম হবে এটি। স্মার্টফোনটির সেন্সর ব্যবহারকারীর মুঠোফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে আগেভাগেই স্বয়ংক্রিয় তথ্য জানাতে সক্ষম হবে। মটো এক্স স্মার্টফোনটি বাজারের অন্যান্য দামি স্মার্টফোনের চেয়ে সাশ্রয়ী হবে বলেও জানিয়েছেন মটোরোলার প্রধান নির্বাহী। টেলিগ্রাফ অনলাইনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
২৯ মে বুধবার অল থিংস ডিজিটাল সম্মেলনে মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড নতুন এই স্মার্টফোনের তথ্য নিশ্চিত করেছেন।
উডসাইড এ প্রসঙ্গে বলেছেন, ‘মটো এক্স’ স্মার্টফোনটির জন্য শক্তি-সাশ্রয়ী সেন্সর ও শক্তিশালী প্রসেসর তৈরি করবেন মটোরোলার বিশেষজ্ঞরা।
উডসাইড আরও জানিয়েছেন, মটো এক্স স্মার্টফোনটি বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলোর তুলনায় আর বেশি ব্যবহার-বান্ধব ও ইন্টারেকটিভ হবে। এ স্মার্টফোনটির ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য জানাতে পারবে। গুগলের উন্নত সার্চ, নতুন প্রযুক্তির সেন্সর ব্যবহূত হবে এতে।
উডসাইড বলেন, উন্নত প্রযুক্তির স্মার্টফোন হলেও ব্যবহারকারীর কথা মাথায় রেখে কম লাভে এ স্মার্টফোন বিক্রি করবে মটোরোলা।

গুগলের প্রচারণা

মটো এক্স স্মার্টফোনটি বাজারে জনপ্রিয় করতে নানা কৌশল নিচ্ছে গুগলের অধীনস্থ মটোরোলা। শিগগিরই এ স্মার্টফোনটির বিজ্ঞাপন দিতে পারে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের কৌশল হিসেবে মটোরোলা প্রচার করতে পারে ‘যুক্তরাষ্ট্রে’ তৈরি স্মার্টফোন কথাটি।

মটো এক্স নিয়ে গুজব

মটোরোলার মটো এক্স নিয়ে অনলাইনে নানা গুজব ছড়িয়েছে। বলা হচ্ছে, মটো এক্স স্মার্টফোনটি এমনভাবে নকশা করা হচ্ছে যাতে ব্যবহারকারী খুব সহজেই এর কম্পিউটারের হার্ডওয়্যারের মতো এ স্মার্টফোনটির হার্ডওয়্যারে পরিবর্তন করতে পারবেন। এ স্মার্টফোনটি তৈরিতে প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের মতো ধাতব কাঠামো ব্যবহার করা হতে পারে।

মটো এক্সে যা থাকতে পারে

অনলাইনে মুঠোফোনের তথ্য ফাঁসকারি ইভালিকসের টুইট থেকে জানা গেছে মটোরোলার তৈরি মটো এক্স স্মার্টফোনটিতে থাকবে এক দশমিক সাত গিগাহার্টজের ডুয়াল-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, দুই গিগাবাইট র্যাম সুবিধা। স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে ৭২০ পিক্সেল এবং এতে ১৬ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল মেমোরি থাকবে। স্মার্টফোনটিরে পেছনে ১০ মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। স্মার্টফাৈনটি হবে অ্যান্ড্রয়েড ৪.২.২ নির্ভর।

বাজার বিশ্লেষকেরা যা বলছেন

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে স্মার্টফোনের বাজার রমরমা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ প্রতিযোগিতার বাজারে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা মটোরোলা দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। ‘মটো এক্স’ নামের একটি স্মার্টফোন দিয়ে আবারও স্মার্টফোনের বাজারে পাকাপোক্তভাবে ফিরতে চাইছে মটোরোলা। মটোরোলার নতুন স্মার্টফোন বাজারে এলে অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
২০১২ সালে মটোরোলার মুঠোফোন বিভাগটি এক হাজার ২৫০ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে গুগল। চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসে মটোরোলার আয় গত বছরের শেষ তিন মাসের তুলনায় কিছুটা কমে গেছে বলেই বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন।

মটো এক্সের দাম

মটো এক্সের দাম হাতের নাগালে থাকবে বলে মটোরোলা কর্তৃপক্ষ ধারণা দিলেও দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি।



No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ