/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

‘গ্যালাক্সি এস ৪’ বনাম ‘লুমিয়া ১০২০’

Lumia 1020


Galaxy S4
বর্তমানে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন হিসেবে জনপ্রিয়তা শীর্ষে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪। এই স্মার্টফোনটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ১১ জুলাই ‘লুমিয়া ১০২০’ নামের একটি উইন্ডোজ ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়া। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি
অনলাইন।
কয়েক বছর ধরেই স্মার্টফোন ক্যামেরা ধীরে ধীরে উন্নত হচ্ছে। কিন্তু দ্রুত বর্ধনশীল প্রযুক্তিপণ্যের বাজারের কারণে ক্যামেরার উন্নয়ন স্থিতিশীল হয়নি। নকিয়ার লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা, যা গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনের ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাকে একলাফে ছাড়িয়ে গেছে।
সিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর পিওরভিউ ৮০৮ স্মার্টফোন থেকে সরিয়ে লুমিয়া সিরিজের নতুন স্মার্টফোনে এ ক্যামেরাপ্রযুক্তি যুক্ত করেছে নকিয়া। উইন্ডোজনির্ভর স্মার্টফোনে এ ক্যামেরাপ্রযুক্তি যুক্ত করার ফলে স্মার্টফোনে পেশাদার আলোকচিত্রী তৈরি হবে বলেও গবেষকেরা ধারণা করছেন। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, লুমিয়া ১০২০ স্মার্টফোনটিতে যে সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরার সঙ্গে তার সমন্বয় করা হয়েছে, এতে ভোক্তাদের কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য হবে।
৪১ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়াও লুমিয়া ১০২০ স্মার্টফোনটিতে রয়েছে ৬ লেন্সবিশিষ্ট কার্ল জেইস অপটিকস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার ও অপটিক্যাল জুম; অর্থাত্ লুমিয়া ১০২০ মডেলের ক্যামেরার মাধ্যমে জুম ইন ও ছবি রিফ্রেম করা যাবে। এতে রয়েছে ডুয়াল ক্যাপচার নামের বিশেষ ফিচার। নকিয়ার দাবি, নতুন লুমিয়া ফোনটিতে উন্নত ক্যামেরার পাশাপাশি উন্নত শব্দ, দীর্ঘক্ষণ চার্জ ও নিরাপদ ব্রাউজিংয়ের সুবিধা রয়েছে। লুমিয়ার ১০২০ মডেলটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম। ৪ দশমিক ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।
এদিকে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের বাজারে বর্তমানে স্যামসাং শীর্ষে। স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ স্মার্টফোন এস৪ বাজারে সাড়া ফেলেছে। বাজারে আসার তিন মাসের মধ্যে সারা বিশ্বে এ স্মার্টফোনটি বিক্রি হয়েছে দুই কোটি ইউনিটেরও বেশি। উন্নত ক্যামেরা ও সফটওয়্যার এ স্মার্টফোনটিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে এগিয়ে রেখেছে।
এ বছরের ১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস৪’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। ৪ দশমিক ৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিওর সুবিধা রয়েছে। স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা রয়েছে। ফলে চোখের ইশারা ও অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে নকিয়াকে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনগুলোর সঙ্গে লড়তে হবে। নকিয়ার নতুন এ স্মার্টফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা চলতি বছরের শেষ নাগাদ হয়তো বিশ্লেষকেরা জানিয়ে দেবেন।










No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ