ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং বনাম টেক জায়ান্ট অ্যাপলের
পেটেন্টসংক্রান্ত মামলায় শুক্রবার অ্যাপলের পক্ষে রায় দিয়েছে
যুক্তরাষ্ট্রের ট্রেড কমিশন। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে,
এর ফলে স্যামসাংয়ের বেশকিছু মোবাইল ডিভাইস যুক্তরাষ্ট্রে আমদানি ও বিক্রি
নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের অ্যাপল ইনকরপোরেট ২০১১
সালে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে তাদের পেটেন্ট
করা প্রযুক্তি অনুকরণের অভিযোগ এনেছিল। যুক্তরাষ্ট্রের ট্রেড কমিশন
জানিয়েছে, স্যামসাং কর্তৃপক্ষ ডিজিটাল মোবাইল ডিভাইসের টাচস্ক্রিন
প্রযুক্তি ও হেডফোন জ্যাক অ্যাপলের পেটেন্ট লংঘন করেছে।
এসব কারণে
রায়দাতারা সিদ্ধান্ত জানিয়েছেন, স্যামসাংয়ের যেসব ফোনে এ প্রযুক্তিগুলো
রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রে আমদানি বা বিক্রি করা যাবে না। পর্যালোচনার
জন্য এ রায়ের নথি ৬০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার
কাছে পাঠানো হয়েছে। তিনি যদি এ সিদ্ধান্তের সঙ্গে একমত হন, তবে স্যামসাং
কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তবে রায় কার্যকর হলে স্যামসাংয়ের কোন কোন মডেল এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে, তা এখনও প্রকাশিত হয়নি।
No comments:
Post a Comment