/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

নতুন স্মার্টফোন ক্রেতাদের জন্য ম্যাগির পরামর্শ


নতুন নতুন অনেক স্মার্টফোনই বাজারে আসছে। কিন্তু স্মার্টফোন কেনা-কাটায় কোনো তড়িঘড়ি না করে একটু রয়ে-সয়ে, একটু দেখে-শুনেই স্মার্টফোন কেনার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের পরামর্শক ও বিশেষজ্ঞ ম্যাগি।
বাজারে নতুন স্মার্টফোন এলেই নতুন প্রজন্মের স্মার্টফোন কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। স্মার্টফোন নির্মাতারা তাঁদের পণ্যকে বাজারে জনপ্রিয় করতে নানা পরিকল্পনা করেন। স্মার্টফোনগুলোর কারিগরি বৈশিষ্ট্য এবং স্মার্টফোনের যন্ত্রাংশের কথা ফলাও করে প্রচার করেন তাঁরা। এসব প্রচারণাগুলোকে কতটা গুরুত্ব দেওয়া উচিত বা সেরা স্মার্টফোন কেনার জন্য কী করা উচিত?
সিনেটের প্রযুক্তি বিষয়ক পরামর্শ ম্যাগির পরামর্শ হচ্ছে, বর্তমানে স্মার্টফোনের বাজার রমরমা। প্রায় প্রতি সপ্তাহেই নতুন নতুন স্মার্টফোন আসছে। পরবর্তীতে স্মার্টফোনের বাজার আরও জমজমাট হবে। বর্তমানে স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪, আইফোন ৫ ও এইচটিসি ওয়ান। কিন্তু এর পাশাপাশি আরও বেশ কয়েকটি স্মার্টফোন রয়েছে যেগুলো কেনার কথাও ভাবা যেতে পারে। ম্যাগি তাঁর পরামর্শে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই বাজারে আসবে মটো এক্স, জি২, গ্যালাক্সি নোট, লুমিয়া ১০২০, আইফোন ৫এসের মতো নতুন স্মার্টফোন। নতুন স্মার্টফোন বাজারে এলে স্মার্টফোনের লড়াই আরও জমজমাট হবে ও ক্রেতাদের স্মার্টফোন কেনার সুবিধা বাড়বে। তাই স্মার্টফোন কেনার আগে তাড়াহুড়া না করে আরও কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন আগ্রহীরা।


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ