/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

নতুনভাবে ইয়াহুর অব্যবহূত ই-মেইল

সার্চ ইঞ্জিন ইয়াহুর বিনা মূল্যে ই-মেইল সেবায় অব্যবহূত ই-মেইল ইউজার নামকে নতুনভাবে ব্যবহারের সুযোগ দিয়েছে। চলতি বছরের জুলাই মাসে ইয়াহু ই-মেইলের নিষ্ক্রিয় ব্যবহারকারীদের নাম নতুনদের জন্য আবার ব্যবহারযোগ্য করে তোলার ঘোষণা দেয়। এতে ইয়াহু জানায়, যেসব ব্যবহারকারী বিগত এক বছর ধরে তাদের ই-মেইল ঠিকানা ব্যবহার করছেন না, তাঁদের সেসব ঠিকানা মুছে ফেলা হবে এবং সেসব ব্যবহারকারীর নাম নতুনদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই ইয়াহু কর্তৃপক্ষ আবার ব্যবহারযোগ্য নাম নতুন ব্যবহারকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা শুরু করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে আগে থেকেই পছন্দসই নামের জন্য অনুরোধ গ্রহণ করে ইয়াহু কর্তৃপক্ষ। এর মধ্যে যাঁরা ৭ আগস্টের আগেই তাঁদের ব্যবহারকারী নামের
ঐচ্ছিক তালিকা দিয়ে আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে এখন সেসব নাম বিতরণ করা শুরু হয়েছে।
নতুন এ পদ্ধতি অনুযায়ী অব্যবহূত নামগুলো স্বয়ংক্রিয়ভাবে আবার ব্যবহারযোগ্য নামের তালিকার সংযুক্ত হয়ে যাবে। সেই তালিকার নামগুলো যখন কোনো নতুন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, তখন তিনি তা নির্বাচিত বা মনোনীত করার জন্য ১৪ দিনের সময় পাবেন। এর মধ্যে মনোনীত না করলে স্বয়ংক্রিয়ভাবে তা তালিকায় থাকা পরবর্তী ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়ে যাবে। চাইলে ব্যবহারকারীরা ১.৯৯ ডলার খরচ করে ঐচ্ছিক পাঁচটি নাম আগামী তিন বছরের জন্য তালিকাভুক্ত করে রাখতে পারবেন। ইয়াহুর এমন উদ্যোগে পছন্দসই ইউজার নাম অনেকেই পাবেন বলে মনে করছে ইয়াহু।





No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ