স্যামসাং ইলেক্ট্রনিক্সের গ্যালাক্সি এস৪ এবং এস৩
এলটিই মডেলের স্মার্টফোন ডিভাইসে চার্জ করার উপযোগী তারহীন চার্জার এনেছে
হেনরিম পসটেক নামের একটি প্রতিষ্ঠান। কোরিয়ান টাইমস জানিয়েছে, চার্জারটি
সরবরাহ করার জন্য স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ চলছে তাদের।
ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির এ পণ্যটিতে ব্যবহৃত চিপ এবং মডিউল
ইতিমধ্যে পেটেন্ট করেছে নির্মাতারা। এ চার্জারটি বিশ্বমানের ওয়্যারলেস
পাওয়ার কনসোর্টিয়ামে (ডব্লিওপিসি) ব্যবহারের উপযোগী। ইতিমধ্যে স্যামসাংয়ের
সঙ্গে তারহীন চার্জারটি সরবরাহের জন্য যোগাযোগ সম্পন্ন করেছে নির্মাতা
প্রতিষ্ঠান হ্যানরিম পসটেক।
স্যামসাং ইলেক্ট্রনিক্সও চুম্বকীয়
ইনডাকশন সিস্টেমের উপর ভিত্তি করে ওয়্যারলেস চার্জার তৈরির গবেষণা
চালাচ্ছে। হ্যানরিম জানিয়েছে, তাদের এ প্রযুক্তি স্যামসাংয়ের চাহিদা পূরণে
সক্ষম।
No comments:
Post a Comment