ইলেকট্রনিক্স পণ্যনির্মাতা স্যামসাং
তাদের প্রথম স্মার্টওয়াচ বাজারে ছাড়তে পারে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে।
এক প্রতিবেদনে ওয়াল স্টিট জার্নাল জানিয়েছে, স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী
টেক জায়ান্ট অ্যাপলের জন্য নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবে ঘড়ি স্মার্টফোনটি।
গ্যালাক্সি গিয়ার নামের এই ঘড়িটি সম্ভবত ৪ সেপ্টেম্বর বা এর কাছাকাছি সময়ে বাজারে ছাড়বে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
হাতঘড়ির
স্থানে মোবাইল ফোন এক দশকের পুরনো ধারণা হলেও এ বিষয়ে এতদিন তেমন অগ্রগতি
হয়নি। সম্প্রতি স্যামসাং ও অ্যাপলের মতো হ্যান্ডসেট নির্মাতা
প্রতিষ্ঠানগুলো পরিধানযোগ্য স্মার্ট ডিভাইসের দিকে মনোযোগ দিয়েছে। জুন মাসে
ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা সনি হাতঘড়ির মতো একটি পণ্য প্রদর্শন করে, যা
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত অধিকাংশ স্মার্টফোনের সঙ্গে
সংযুক্ত হতে পারে।
No comments:
Post a Comment