
আকাশপথে যাতায়াতের সময় অনেক বিমানেই ওয়াই-ফাই
সংযোগ পাওয়া যায় না। আবার অনেকসময় পাওয়া গেলেও ওয়াই-ফাই খুব ধীরগতিতে কাজ
করে। তবে সংবাদমাধ্যম বিবিসি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সাল
নাগাদ বিমানের অভ্যন্তরে সহজেই দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করা সম্ভব।
যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম বিমানের জন্য এক নতুন উপগ্রহ ব্যবস্থা
নিবন্ধন করার প্রস্তাব দিয়েছে। এ উপগ্রহ ব্যবস্থা নিবন্ধিত হলে বর্তমানে
বিমানে ইন্টারনেট সংযোগের যে গতি রয়েছে, তা দশগুণ বৃদ্ধি পাবে।
অন্যদিকে
অফকম এ বিষয়ে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। তারা আলোচনায় তুলে
ধরছে, ঠিক কীভাবে এটি স্থাপন করা হবে এবং এটি কাজ করবে। এ ছাড়াও এতে
হাই-ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
No comments:
Post a Comment