অনলাইন ম্যাপিং অ্যাপ সবসময়ই চালকদের
বেশ সহযোগিতা করেছে। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল
ম্যাপস এখন থেকে চালকদের ট্রাফিক জ্যাম সম্পর্কেও আগেই তথ্য দিতে পারবে।
আগেই ট্রাফিক জ্যামের তথ্য পাওয়ার ফলে রক্ষা পাবে চালকের মূল্যবান সময়।
মঙ্গলবার সার্চ জায়ান্ট গুগল তাদের ম্যাপিং সেবার মোবাইল অ্যাপে নতুন এ
প্রযুক্তিটি যোগ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
আনুষ্ঠানিক ঘোষণায় গুগল জানায়, এখন থেকে নির্মাণকাজ, দুর্ঘটনা এবং ট্রাফিকসংক্রান্ত তথ্য গুগল ম্যাপসের অ্যাপে দেখা যাবে।
প্রতিষ্ঠানটি ইসরায়েলভিত্তিক ম্যাপিং প্রতিষ্ঠান ওয়েজ কিনে নেওয়ার ফলেই নতুন এ সেবাটি গুগল ম্যাপসে যোগ করতে পেরেছে।
ওয়েজ ২০১৩ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বেস্ট ওভারঅল মোবাইল অ্যাপ পুরস্কার জিতে নিয়েছিল বলে জানিয়েছে সিএনএন।
No comments:
Post a Comment