ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন নিয়ে আসছে
ফেইসবুক রেডি ক্যামেরা। ক্যাননের এ ক্যামেরাটিতে ‘ফেইসবুক’ বাটন থাকবে। সে
বাটনটি দিয়ে ছবি তুলে তা সঙ্গে সঙ্গে সোশাল নেটওয়ার্ক ফেইসবুকে শেয়ার করা
যাবে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যামেরাটিতে কোনো ৩জি/৪জি
অপশন না থাকায় ছবি আপলোড করতে সম্ভবত ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহার করা হবে।
ক্যাননের এ সামাজিক ক্যামেরাটির নাম দেওয়া হয়েছে ‘পাওয়ারশট এন’। ক্যামেরাটি আটগুণ পর্যন্ত জুম করতে সক্ষম। ১২.১ মেগাপিক্সেলের এ কমপ্যাক্ট ক্যামেরাটিতে ২৮ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২.৮ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি স্ক্রিন রয়েছে। এ ছাড়াও এতে ক্রিয়েটিভ মোড এবং ফেইসবুকের লোগোসম্পন্ন একটি বাটন থাকবে। এ বাটনটির সাহায্যেই সরাসরি ছবি ফেইসবুকে পোস্ট করা যাবে।
নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেপ্টেম্বরে এ ক্যামেরাটি বাজারে ছাড়া হবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ ডলার ৯৯ সেন্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যামেরাটিতে কোনো ৩জি/৪জি
অপশন না থাকায় ছবি আপলোড করতে সম্ভবত ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহার করা হবে।
ক্যাননের এ সামাজিক ক্যামেরাটির নাম দেওয়া হয়েছে ‘পাওয়ারশট এন’। ক্যামেরাটি আটগুণ পর্যন্ত জুম করতে সক্ষম। ১২.১ মেগাপিক্সেলের এ কমপ্যাক্ট ক্যামেরাটিতে ২৮ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২.৮ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি স্ক্রিন রয়েছে। এ ছাড়াও এতে ক্রিয়েটিভ মোড এবং ফেইসবুকের লোগোসম্পন্ন একটি বাটন থাকবে। এ বাটনটির সাহায্যেই সরাসরি ছবি ফেইসবুকে পোস্ট করা যাবে।
নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেপ্টেম্বরে এ ক্যামেরাটি বাজারে ছাড়া হবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ ডলার ৯৯ সেন্ট।

No comments:
Post a Comment