/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

৪ সেপ্টেম্বর আসছে গ্যালাক্সি নোট থ্রি


আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের গ্যালাক্সি নোট থ্রি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। পরবর্তী প্রজন্মের উন্নত সুবিধার গ্যালাক্সি নোট থ্রি বার্লিনে অনুষ্ঠেয় আইএফএ প্রযুক্তি সম্মেলনে দেখানো হবে।সম্প্রতি স্যামসাং মোবাইলের আনুষ্ঠানিক টুইটারে এ বিষয়ে জানানো হয়।
আগের মতো এবারও স্যামাংয়ের নতুন পণ্য অবমুক্ত করার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘স্যামসাং আনপ্যাকড ২০১৩’। সম্মেলনের পুরো আয়োজন সরাসরি ওয়েবসাইটে দেখা যাবে।
টুইটারে স্যামসাং জানিয়েছে, ৪ সেপ্টেম্বর তারিখটি টুকে রাখুন। তবে নির্দিষ্টভাবে গ্যালাক্সি নোট থ্রি সম্পর্কে কিছু বলা হয়নি। তবে এর আগের গ্যালাক্সি নোট, গ্যালাক্সি নোট টু অবমুক্ত করার সময়ও একইভাবে আইএফএ আনপ্যাকড অনুষ্ঠানের আয়োজন করেছিল স্যামসাং। তাই ধারণা করা হচ্ছে, এবার একইভাবে আসছে গ্যালাক্সি নোট থ্রি।
বর্তমানে বাজারে গ্যালাক্সি নোট টুয়ের আকার ৫.৬ ইঞ্চি। ইতিমধ্যে এলজিসহ অনেক নির্মাতা একই আকারের যন্ত্র বাজারে এনেছে। তাই এবার ধারণা করা হচ্ছে, নোট থ্রির আকার হতে পারে ৬.৩ ইঞ্চি। বিস্তারিত আর কিছু জানা যায়নি নতুন যন্ত্র সম্পর্কে।
শুধু নোট থ্রিই নয়, পাশাপাশি আরও কিছু আকর্ষণীয় পণ্য বা সেবার ঘোষণা আসতে পারে আগামী মাসের সম্মেলনে, এমনটিই ধারণা করছেন প্রযুক্তি বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখতে মরিয়া স্যামসাং নতুন নতুন সব যন্ত্রের ব্যাপারে প্রতিনিয়ত কাজ করছে। এবার অপেক্ষার পালা, আর কী যুক্ত হয় স্যামসাংয়ের এ তালিকায়।


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ