/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

উইন্ডোজের শর্টকাট কি


Alt + Tab টাস্কবারে মিনিমাইজ করা ফাইল খোলা।
Alt + Shift + Tab একই সময়ে মিনিমাইজ করা অন্য আরেকটি ফাইলখোলা।
Ctrl + Tab বিভিন্ন আইকন বা খোলা থাকা ফাইলেকারসর নিয়ে যাওয়া।
Ctrl + Shift + Tab মাই ডকুমেন্টসে কারসর নিয়ে যাওয়া।
Alt + Print Screen স্ক্রিনশট তৈরি করা।
Ctrl + Alt + Del শাটডাউন, রিস্টার্ট, লগ-অফ ইত্যাদি করার জন্য ডায়ালগ বক্স খোলা।
Ctrl + Shift + Esc উইন্ডোজ টাস্কবার খোলা।
Ctrl + Esc স্টার্ট মেনুতে প্রবেশ।
Alt + Esc টাস্কবারে মিনিমাইজ করা ফাইল নির্বাচন করা।
Alt + Spacebar ফাইল খোলা অবস্থায় রিস্টোর, মিনিমাইজ ও ক্লোজ সক্রিয় করা
Alt + Enter নির্বাচিত আইকনের প্রপার্টিজ দেখা।
Shift + Del নির্বাচিত ফাইল বা ফোল্ডারকে হার্ডডিস্ক থেকে একেবারে মুছে ফেলা।
F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
F2 নির্বাচিত ফাইল বা আইকনের নাম পরিবর্তন করা (রিনেম)।
F3 ফাইল খোঁজা।
F4 অ্যাড্রেসবার থেকে ড্রাইভ বা ফাইল খোঁজা।
Alt + F4 চলতি প্রোগ্রাম বন্ধ করা বা উইন্ডোজ শাটডাউন করা।
Ctrl + F4 খোলা ফাইল বন্ধ করা।
F6 অ্যাড্রেসবার নির্বাচিত ও অন্যান্য ড্রাইভ বা অপশন নির্বাচন করা।
F8 চালু হওয়ার সময় উইন্ডোজ সেফ মুডে থাকবে।
F10 মাই কম্পিউটারের ফাইল মেনুবার নির্বাচন ও অন্যান্য মেনুবারের প্রথম অক্ষরে আন্ডারলাইন তৈরি।
WINKEY স্টার্ট মেনু খুলবে।
WINKEY + F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
WINKEY + Pause/Break সিস্টেম প্রপার্টিজ ডায়ালগ বক্সে প্রবেশ করা।
WINKEY + D ডেস্কটপ রিফ্রেশ করা এবং অন্যান্য মেসেজ বক্স বন্ধ করা।
WINKEY + E মাই কম্পিউটার ফোল্ডার খোলা।
WINKEY + F সার্চ রেজাল্ট বক্স খোলা।
WINKEY + Ctrl + F সার্চ রেজাল্ট বক্সে নাম দিয়ে কম্পিউটার খোঁজা (নেটওয়ার্কের ক্ষেত্রে)।
WINKEY + L কম্পিউটার চালু হওয়ার সময়ের পাসওয়ার্ড বক্স খোলা ও পাসওয়ার্ড দেওয়া।
WINKEY + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি উইন্ডো মিনিমাইজ করা।
WINKEY + Shift + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি মিনিমাইজ করা উইন্ডো খোলা।
WINKEY + R রান বক্স খোলা।
WINKEY + U ইউটিলিটি ম্যানেজার খোলা।
WINKEY + Tab মিনিমাইজ করা ডকুমেন্ট বা উইন্ডো নির্বাচন করা।












No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ