/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

আইফোন প্লাস্টিক ৫সি এবং আইফোন ৫এস এর মধ্যে পার্থক্য (না দেখলে মিস্)








বিগত কিছুদিন ধরে একটা কথা খুবই শোনা যাচ্ছিলো যে, অ্যাপল কোম্পানি তাদের মার্কেট ধরে রাখার জন্য কম দামি আইফোন বাজারে ছাড়বে বলে ঘোষনা দেয় । রিতিমত তাঁরা ফোন গুলো বাজারে ছেড়েছে । তার সাথে সাথে আরেকটি নতুন মডেল এর আইফোন বাজারে ছেড়েছে । ফোনগুলোর মডেল হচ্ছেঃ


  • কমদামি প্লাস্টিক আইফোন ৫সি ( অ্যাপল কোম্পানি ফোনটি বিভিন্ন কালারের মাধ্যমে বাজারে এনেছে ) । 
  •  নতুন মডেলের আইফোন ৫ এস ।

 আপনাদেরকে ফটো দ্বারা অ্যাপল কোম্পানির কমদামি প্লাস্টিক আইফোন ৫সি এবং নতুন মডেলের আইফোন ৫ এস এর তুলনা দেখানো হলো।

  • বাম পাশেরটা আইফোন ৫সি এর ছবি এবং ডান পাশেরটা আইফোন ৫এস এর ছবি ।

  •  বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর হোম কী এবং ডান পাশের ছবিটা আইফোন ৫ এস এর  ফিঙ্গার টাচ হোম কী ।

  •  উপরের ছবিটা আইফোন ৫সি এর লাউড এন্ড সাউন্ড স্পিকার এবং নিচের ছবিটি  আইফোন ৫ এস এর বামে পাশেরটা  লাউড এন্ড ডান পাশেরটা সাউন্ড স্পিকার  । দুটোরই হেডফোনের গার্ড এবং চার্জ এর গার্ড নিচে দেওয়া ।

  •  বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর  এক সাথে লাউড এন্ড সাউন্ড স্পিকার এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর শুধুই লাউড স্পিকার ।


  •  বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর ডান সাইটটি  এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর বাম সাইটটি।
 

  •  উপরের ছবিটি আইফোন ৫সি এর ভলিউম কী এন্ড সাইলেন কী এবং নিচের ছবিটি  আইফোন ৫ এস এর ভলিউম কী এন্ড সাইলেন কী ।

  • বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর বেক সাইট  এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর বেক সাইট ।


  •  বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর ক্যামেরা এন্ড ফ্ল্যাশ লাইট  এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর ক্যামেরা এন্ড ডাবল ফ্ল্যাশ লাইট ।

  •  বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর সিম চিপ  এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর সিম চিপ ।







No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ