/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

আসছে ২৫ ডলারের স্মার্টফোন!


সবচেয়ে কম দামে স্মার্টফোন বাজারে আনতে পারে মজিলা ফাউন্ডেশন। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম (ওএস) চালিত এই স্মার্টফোনের দাম হতে পারে মাত্র ২৫ ডলার। এ ব্যাপারে চীনের চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ‘স্পিডট্রার্ম’-এর সঙ্গে চুক্তিও করেছে মজিলা। ফলে সাধারণ ব্যবহারকারীদের কম মূল্যে স্মার্টফোন দিতে পারবে মজিলা।
জানা গেছে, ২৫ ডলার দামের এই স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি পর্দা, ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিওসহ নানা সুবিধা। থাকবে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ফায়ারফক্স ব্যবহার করা যাবে, যাতে থাকবে এইচটিএমএল৫ সমর্থন।
মজিলার প্রধান পরিচালন কর্মকর্তা জয় সুলিভান বলেন, ‘নতুন এ উদ্যোগের ফলে আশা করছি কম দামের এ স্মার্টফোনটি সব ধরনের গ্রাহকের হাতে পৌঁছানো যাবে।’ গতকাল সোমবার স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এক দিন আগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান সুলিভান। নতুন এ ঘোষণার পাশাপাশি চলতি বছরেই ফায়ারফক্স ওএস-চালিত স্মার্টফোন আর্জেন্টিনা, কোস্টারিকা, এল সালভেদর, ইকুয়েডর, জার্মানি, পানামা, চেক রিপাবলিকসহ ১২ দেশে পাওয়া যাবে।
মজিলার জ্যেষ্ঠ সহসভাপতি এবং এশিয়া অপারেশনের প্রধান লি গং জানান, মুক্ত ওয়েবের বিষয়টি সারা বিশ্বে ছড়িয়ে দিতে ফায়ারফক্স ওএস এবং স্পিডটার্ম-এর এ উদ্যোগ। চলতি বছরেই এ ফোন বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।




No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ