/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

১০ শতাংশ ফেসবুক আইডি মানুষের নয়।


বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১১০ কোটির বেশি। কিন্তু ফেসবুকের যত অ্যাকাউন্ট আছে, সব অ্যাকাউন্টধারীই কী বাস্তবের মানুষ? সম্প্রতি প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান ইমার্কেটার্সের গবেষকেরা হিসাব করে দেখেছেন, ফেসবুকে ১০ শতাংশের বেশি অ্যাকাউন্টের মালিক কোনো মানুষ নয়। ফেসবুকে ১০ কোটিরও বেশি অ্যাকাউন্ট রয়েছে পশু, বস্তু বা কোনো ব্র্যান্ডের নামে। সম্প্রতি ‘হাফিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণাপ্রতিষ্ঠান ইমার্কেটার্সের গবেষকেরা জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসনাগাদ ফেসবুকে ১১১ কোটি সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ৮৮ কোটি ৯৩ লাখ অ্যাকাউন্টের মালিক হচ্ছে মানুষ আর বাকিগুলো প্রাণী, বস্তু বা কোনো ব্র্যান্ডের নামের অ্যাকাউন্ট। ফেসবুক কর্তৃপক্ষ অবশ্য অ্যাকাউন্টের মালিক ও ভুয়া অ্যাকাউন্ট বিষয়ে সজাগ। এদিকে বার্তা সংস্থা সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে মানুষ ছাড়াও পোষা প্রাণী হিসেবে কুকুর, বিড়াল, পাখি, খরগোশ এমনকি ইঁদুরের প্রোফাইলও দেখা যায়। আর সব মিলিয়ে মানুষের পাশাপাশি অ্যাকাউন্টের মালিকানার হিসেবে পোষা প্রাণীর অ্যাকাউন্টও বাড়ছে ফেসবুকে।


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ