/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

বাঁশের নল নয়, পেনড্রাইভ !


পেনড্রাইভের আকার ও আকৃতি অল্প সময়ে এত ঘন ঘন বদলেছে যে এর নকশায় আর কোনো কিছু বাদ থেকে গেল কি না, তা নিয়ে মাঝেমধ্যেই ধন্দে পড়তে হয়। সম্প্রতি বাজারে এসেছে সরু বাঁশের নল আকৃতির অ্যাপাসার ব্র্যান্ডের একটি পেনড্রাইভ। হালকা-পাতলা হ্যান্ডিস্টেনো এএইচ১৩৭ মডেলের এই পেনড্রাইভের তথ্য ধারণক্ষমতা ৩২ গিগাবাইট পর্যন্ত।
ইউএসবি ৩ প্রযুক্তির পেনড্রাইভটি ১১ দশমিক ৩ মিলিমিটার লম্বা। ছয় গ্রাম ওজনের অ্যাপাসার হ্যান্ডিস্টেনো এএইচ১৩৭ পেনড্রাইভটি উইন্ডোজ ৮, উইন্ডোজ ৭, এক্সপি, ভিসতা, লিনাক্স, ম্যাক ১০.৪ ও এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেম সমর্থন করে।
প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টিতে কম্পিউটার সোর্সের বাজারে আনা অ্যাপাসার হ্যান্ডিস্টেনো এএইচ১৩৭ মডেলের ৮জিবি ধারণক্ষমতার পেনড্রাইভের দাম ৬০০, ১৬ জিবি ৯৫০ ও ৩২ জিবির দাম এক হাজার ৭৫০ টাকা।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ