উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ৮ ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাবলেট বাজারে আনছে কম্পিউটার নির্মাতা এসার।
আইকনিয়া ডব্লিউ ৩ মডেলের এ ট্যাবলেটটি বর্তমানে এসার ফিনল্যান্ডের ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে। এসারের উইন্ডোজ ৮ প্রো নির্ভর ট্যাবলেটটিই হচ্ছে প্রথম ছোটো মাপের উইন্ডোজ ট্যাবলেট।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বেশ কিছুদিন ধরেই উইন্ডোজনির্ভর ছোটো আকারের ট্যাবলেট আসছে বলে গুজব ছিল। এবারে এসারের ফিনল্যান্ডভিত্তিক ওয়েবসাইটে এ ধরনের ট্যাবলেটের তথ্য প্রকাশ করেছে।এসারের ৮.১ ইঞ্চি মাপের এ উইন্ডোজ ট্যাবলেটিতে ইনটেলের অ্যাটম প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাক আপ সুবিধাছাড়াও ১২৮০ বাই ৭৬৮ রেজুলিউশন,
৬৪ গিগাবাইট তথ্য ধারণ সুবিধা, ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডিএমআই, ইউএসবি, মাইক্রোএসডি ও কিবোর্ড সুবিধাও থাকবে । ঠিক কবে নাগাদ বাজারে আসবে এবং এর দাম কতো হবে সে বিষয়ে অবশ্য কোনো তথ্য প্রকাশ করেনি এসার। অবশ্য প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, জুন মাস থেকেই ছোটো আকারের উইন্ডোজ ট্যাব বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।
এসারের ট্যাবলেটটি সম্পর্কে আরও জানতে হলে ক্লিক করুন এই লিংকে ।
No comments:
Post a Comment