/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

পাঁচ হাজার কোটি অ্যাপ ডাউনলোড !


বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের অ্যাপ স্টোরে অ্যাপস নামানোর (ডাউনলোড) সংখ্যা পাঁচ হাজার কোটির মাইলফলক অর্জন করেছে। ১৬ মে এ মাইলফলক অর্জন করে অ্যাপল। এ উপলক্ষে বিশেষ প্রতিযোগিতারও ঘোষণা করা হয়েছিল। আর পাঁচ হাজার কোটিতম অ্যাপ নামিয়ে ১০ হাজার ডলার অ্যাপ স্টোর গিফট কার্ড পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন অ্যাশমোর। এ ছাড়া অ্যাপ নামানো-পরবর্তী ৫০ জনকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়। সৌভাগ্যবান বিজয়ী নির্বাচনের জন্য আইটিউনস একটি লাইভ কাউন্টডাউন টিকার ব্যবহার করে অ্যাপলের মূল সাইটে। এ বিষয়ে অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যাডি কিউ বলেন, ‘দারুণ এ মাইলফলক অর্জন সম্ভব হয়েছে ব্যবহারকারীদের জন্য। এ অর্জন প্রমাণ করে ব্যবহারকারীরা অ্যাপকে কীভাবে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে।’
২০০৮ সালের জুলাই মাসে মাত্র ৫০০টি অ্যাপস নিয়ে চালু হয় অ্যাপ স্টোরের যাত্রা। এ স্টোর থেকে অ্যাপ নামানোর সংখ্যা দুই হাজার ৫০০ কোটি ছাড়িয়েছে গত বছর। প্রতিযোগিতার বিষয়ে বেশ কিছু নীতিমালাও চালু করে অ্যাপল। সেটিও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আগ্রহী অ্যাপ নামানোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নিবন্ধেরও ব্যবস্থা রাখা হয়। এর আগে আইটিউনস থেকে আড়াই হাজার কোটিতম সংগীত নামিয়ে সেরা পুরস্কার হিসেবে ১৩ হাজার ৫২৮ ডলার আইটিউনস গিফট কার্ড জেতেন।


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ