![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw38p-S0LQV8R-YRCiMjQlvbTIoScdGXHweZyAKl3RXNV4hcq_GM9nfqK-_e4rx2HUyhs418bcmXHlG7DjbyujXrTOMhbbe1heketNivMMHHydNaC7uHqPFuUxG68xQ0anbYOrBVLljtkm/s400/GMAL.jpg)
জিমেইলের নতুন এই ইনবক্সে পাঁচটি গ্রুপ থাকবে। ‘মেইন’, স্যোশাল, অফার, নটিফিকেশন ও ফোরাম নামের বিভাগগুলোতে সংশ্লিষ্ট মেইল এসে জমা হবে। ব্যবহারকারী ট্যাব ইন্টারফেসের মাধ্যমে বিভিন্ন বিভাগে মেইল রাখতে পারবেন।
জিমেইলের ইনবক্সের নতুন সংস্করণটি শিগগিরই উন্মুক্ত করবে গুগল। এতে জিমেইল ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের ইনবক্সটিকে আরও গোছানো অবস্থায় পাবেন বলেই জানিয়েছে গুগল।
No comments:
Post a Comment