/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

স্টার্ট বাটন ফিরিয়ে আনছে মাইক্রোসফট।


 উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ডেস্কটপ মোডের টাস্কবারে স্টার্ট বাটন ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৮-এর আপডেট উইন্ডোজ ৮.১ এ স্টার্ট বাটনটি থাকবে। এর আগে উইন্ডোজ ৮ এর মেট্রো ইন্টারফেসের জন্য স্টার্ট বাটনটি বাদ দিয়েছিল মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রকাশিত এক ব্লগ পোস্টে বলা হয়েছে, স্টার্ট বাটন ব্যবহার করে ব্যবহারকারীর নেভিগেশন অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করা হয়েছে এবার। স্ক্রিনের বাম দিকের কোনায় মাউস নিয়ে গেলেই নতুন স্টার্ট ‘টিপ’ হাজির হবে।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ