গ্যালাক্সি সিরিজের সর্বশেষ স্মার্টফোন ‘এস ৪’-এর একটি মিনি সংস্করণ বাজারে আনছে স্যামসাং। ২০ জুন সাশ্রয়ী দামের এই স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
গ্যালাক্সি এস ৪ মিনি স্মার্টফোনটিতে থাকবে চার দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লে, আট মেগাপিক্সেল ক্যামেরা, এক দশমিক সাত গিগাহার্টজের প্রসেসর সুবিধা।
চলতি বছরের এপ্রিল মাসে গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটি বাজারে এনেছে স্যামসাং। এক মাসেরও কম সময়ে এই স্মার্টফোনটি এক কোটি ইউনিট বিক্রির রেকর্ড গড়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এস ৪ স্মার্টফোনটির জনপ্রিয়তার কারণেই এর মিনি সংস্করণ আনছে স্যামসাং।
No comments:
Post a Comment