/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

কম্পিউটার প্রযুক্তির অজানা কিছু তথ্য জানুন।

আমি আপনাদের জন্য এমন কিছু তথ্য নিয়ে এলাম যা অনেকেই এসব জানেন না । এসব তথ্য আপনার কম্পিউটার প্রযুক্তির জ্ঞানকে আরও প্রসিদ্ধ করবে আশা করি।

১। অ্যাপল কম্পিউটার এ যে হার্ডডিস্ক ব্যবহার করা হত সেটির ইনফর্মেশন ধারন ক্ষমতা ছিল মাত্র ৫ মেগাবাইট ।

২। বিশ্বের প্রথম যে ক্যামেরা আবিস্কার করা হয়েছিল সেটি দিয়ে ছবি তুলতে হলে ৮ ঘণ্টা স্থির থাকতে হত ।

৩। বিশ্বের প্রথম যে অ্যালার্ম ঘড়ি আবিস্কার করা হয়েছিল সেটি শুধু প্রতিদিন সকাল ৪ টায় অ্যালার্ম দিত ।

৪। জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জনক জেমস গসলিং কফি খাওয়ার সময় তার মাথায় ‘জাভা’ নামটি আসে ।

৫। ইউটিউব এর ১ দিনের ব্যান্ডউইথ খরচ ১ মিলিয়ন ডলার ।

৬। aaa.com থেকে zzz.com পর্যন্ত সকল ডোমেইন নেম ইতোমধ্যে নিবন্ধন করা হয়ে গেছে ।

৭। ইউটিউব এ ব্যান্ডউইথ এ প্রতিদিন যে পরিমান টাকা খরচ হয় তা ইউটিউব এর নিজস্ব আয় থেকে এ খরচ  মেটানো  সম্ভব নয় ।

৮। এখন প্রতিদিন প্রতি ১০ সেকেন্ডে কেউ না কেউ ইন্টারনেট এ সাইবারক্রাইমের শিকার হচ্ছে ।

৯। একজন পেশাদার টাইপিস্টের আঙ্গুল প্রতিদিন যে পরিমান নাড়াচাড়া করেন সেটিকে মাইলে পরিণত করলে দ্বারায় প্রায় সাড়ে বার মাইল ।

১০। বিশ্বের ১১ শতাংশ মানুষের ফেইসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং প্রতি সেকেন্ডে তিন
হাজারছবি আপলোড হয় ।

 বিঃ দ্রঃ তথ্যগুলো কিছু ওয়েবসাইট থেকে সংগৃহিত করা হয়েছে।

  পোস্ট-টি ভাল লাগলে কমেন্ট করবেন আশা করি। 








No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ