/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks
Showing posts with label কম্পিউটার প্রতিদিন. Show all posts
Showing posts with label কম্পিউটার প্রতিদিন. Show all posts

স্যামসাং আইটি-পণ্যে ২৪ ঘণ্টা সেবা


জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে স্যামসাং আইটি-পণ্যে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত কম্পিউটার সোর্সের প্রধান সার্ভিস সেন্টার থেকে সেবাটি নিতে পারছেন স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ, মনিটর ও প্রিন্টার ব্যবহারকারীরা। একইসাথে ওয়ারেন্টি

লেনোভো অল ইন ওয়ান ট্যাবলেট


মাল্টিটাচ ট্যাবলেট কম্পিউটার ‘ফ্লেক্স ২০’ এনেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ডিভাইসটির সঙ্গে রয়েছে তারহীন মাউস ও কিবোর্ড।

আসছে আধা মিলিমিটার পুরু কিবোর্ড


DDR2 এবং DDR3 RAM এর মধ্যে পার্থক্য

আমরা অনেকেই জানিনা DDR2 এবং DDR3 RAM এর মধ্যে পার্থক্য কি?
আসুন জেনে নেই  DDR2 এবং DDR3 RAM এর মধ্যে পার্থক্য।

DDR2 এবং DDR3 RAM এর মধ্যে পার্থক্য কি?

১. DDR RAM মানে হচ্ছে Double Data Rate Random Access Memory। ১০০ মেগাহার্টজের একটি DDR র‍্যাম যদি প্রতি সাইকেলে ২টি ডাটা ট্রান্সফার করে তাহলে DDR2 র‍্যাম করবে ৪টি আর DDR3 করবে ৮টি!
ধরা যাক, ১০০ মেগাহার্টজের একটি র‍্যাম DDR হলে তার মেমরি ব্যান্ডউইথ হবে ১৬০০মেগাবাইট/সেকেন্ড DDR2 হলে তার হবে ৩২০০মেগাবাইট/সেকেন্ড আর DDR3 হবে ৬৪,০০০ মেগাবাইট/সেকেন্ড!
বিখ্যাত গেমিং DDR3 র‍্যাম করসায়ার ভেনজেন্স
 ২. সাধারন ব্যবহারে এই পার্থক্য বোঝা যায় না কারন ৯৯% কম্পিউটার প্রোগ্রামের জন্য

কম্পিউটার বিক্রি আরও কমতে পারে


পিসি বা ব্যক্তিগত কম্পিউটারের বাজার কমছে। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, চলতি বছরে কম্পিউটার বিক্রি ৯ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কম্পিউটার বিক্রিতে বিপর্যয়ের কথা বাজার পূর্বাভাসে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

আইডিসির গবেষকেরা জানিয়েছেন, মোবাইল পণ্যের

বাজারে পিকিউআই পেন ড্রাইভ




সম্প্রতি বাজারে এসেছে পিকিউআই ব্র্যান্ডের আই৮১৭এল মডেলের আট গিগাবাইট তথ্যধারণ ক্ষমতার পেনড্রাইভ।
আকর্ষনীয় নকশার ইউএসবি২.০ প্রযুক্তির পেনড্রাইভটি উইন্ডোজ৮,৭,এক্সপি,ভিসতা,ম্যাক  অপারেটিং সস্টেম সমর্থন করে।
কম্পিউটার সিটি টেকনোলজিসের বাজারে আনা পেনড্রাইভটির দাম ৭০০ টাকা।







উইন্ডোজ এক্সপি ছাড়ার পরামর্শ


উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণগুলো জনপ্রিয় করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে এক্সপিকে বিদায় দেওয়া। ২০১৪ সালের ৮ এপ্রিলের পর উইন্ডোজ এক্সপির জন্য আর কোনো আপডেট বা নিরাপত্তা না দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট অফিস ২০০৩-এর অফিশিয়াল সাপোর্টও শেষ হবে একই সময়ে। মাইক্রোসফট জানিয়েছে, এক্সপির আপডেট বন্ধ করা হলেই কম্পিউটারের ম্যালওয়্যারের আক্রমণ বেড়ে যাবে। তাই আগেভাগেই মাইক্রোসফটের নতুন সংস্করণ আপডেট করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এক সময়ের জনপ্রিয় উইন্ডোজ এক্সপি ২০১৪ সালনাগাদ বন্ধ হবে আর উইন্ডোজ ৭ বন্ধ হবে ২০২০ সালের ১৪ জুন। ২০১৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত উইন্ডোজ ৭-এর  জন্য ফিচার আপডেট করে যাবে প্রতিষ্ঠানটি।
২০১২ সালের ২৬ অক্টোবর নকশায়

আসছে দ্রুতগতির ইউএসবি ৩.১


পরবর্তী প্রজন্মের ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি যন্ত্রগুলোর গতি হবে সেকেন্ডে ১০ গিগাবাইট। ইউএসবি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কানেকটিভিটি বা সংযোগ মানদণ্ডের পরবর্তী প্রজন্মকে ৩.১ নাম দিয়েছেন তাঁরা। এরমধ্যেই এ প্রযুক্তির উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছেন তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ইউএসবি অর্গানাইজেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের অরিগনে ইউএসবি ৩.১ ডেভেলপার্স ডে আয়োজন করেছে ইউএসবি প্রচারণা সংস্থা। এ সময় নতুন প্রযুক্তিটির বিস্তারিত জানাবেন ইউএসবি সংস্থার গবেষকেরা। ইউএসবি ইমপ্লিমেন্টেশন নামের এ ফোরামটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের ৮০০ টি প্রতিষ্ঠান এর সদস্য।
গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত ইউএসবি ৩.০ মানদণ্ডের চেয়ে ৩.১ প্রযুক্তিতে এ গতি দ্বিগুণ বেশি হবে। গতি বাড়ার পাশাপাশি ইউএসবি ৩.১-এ নতুন  বৈশিষ্ট্যও যোগ করা হচ্ছে। এ প্রযুক্তি-সংবলিত তারগুলোর মধ্য দিয়ে এখন থেকে ১০০ ওয়াট বিদ্যুত্ সঞ্চালন করা সম্ভব হবে। তাতে টিভি কিংবা ডেস্কটপ পিসির মতো উচ্চ ক্ষমতার বিদ্যুত্ ব্যবহারকারী যন্ত্রে সংযুক্ত শনাক্ত করার উপযোগী ইউএসবি ক্যাবলের মাধ্যমে ল্যাপটপও চার্জ করা সম্ভব হবে। পাশাপাশি ৩ দশমিক ৫ ইঞ্চির এক্সটার্নাল হার্ডডিস্কের জন্য বাড়তি বিদ্যুত্ সংযোগের প্রয়োজনীয়তাও ফুরাবে, তবে প্রচলিত ইউএসবি ৩.০ যন্ত্রগুলোকে ৩.১ এ হালনাগাদ করার সুযোগ থাকছে না।
গবেষকেরা আশা করছেন, ২০১৫ সাল নাগাদ ইউএসবি ৩.১ সহজলভ্য হবে ।
এদিকে, থান্ডারবোল্ট প্রযুক্তির নতুন সংস্করণ আনতে পারে ইনটেল যা ইউএসবির চেয়ে দ্রুতগতিতে তথ্য স্থানান্তর সুবিধা দিতে সক্ষম হবে। গবেষকেরা আশা করছেন, থান্ডারবোল্টের কাছাকাছি পর্যায়ে যেতে পারবে ইউএসবি ৩.১।




ফেসবুক আসক্তি থেকে মুক্তি কিবোর্ডেই!


অতিরিক্ত সময় ধরে ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীদের আসক্তি থেকে মুক্তি দিতে পারে কিবোর্ড। সম্প্রতি ম্যাসাচুসেটস গবেষকেরা এ কিবোর্ড তৈরিতে কাজ করছেন।
গবেষকেরা জানিয়েছেন, অতিরিক্ত সময় ধরে ফেসবুক ব্যবহার করলে ফেসবুক বিদ্যুত্ শক দেওয়া শুরু করবে এবং বারবার বিরক্ত করবে।
গবেষক রবার্ট মরিস ও ড্যান ম্যাকডাফ জানিয়েছেন, তাঁর সপ্তাহে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত ফেসবুকে সময় নষ্ট করতেন। এই আসক্তি থেকে মুক্তি পেতে তাঁরা নতুন পদ্ধতির কিবোর্ড তৈরির পরিকল্পনা করেন। অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইটে অতিরিক্ত সময় কাটানোর বিষয়টি হিসেব করে কিবোর্ড এবং অতিরিক্ত সময় পার হলেই বিদ্যুতের শক।
কিবোর্ডের বিদ্যুৎ পরিবাহী ধাতব ধারগুলোয় নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক পরিবাহিত হয়। অবশ্য এ শক বিপদজনক কিছু নয়। এতে হয়তো ফেসবুকের অতি আসক্তি থেকে মুক্তি মিলতে পারে!



নিরাপত্তা ত্রুটিতে উইন্ডোজ ৮!



উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটার সহজেই হ্যাক করে ফেলা সম্ভব। সম্প্রতি এমন সতর্কবার্তা প্রকাশ করেছেন জার্মানির গবেষকেরা। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জার্মানির ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি বা বিএসআই এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজ ৮ নির্ভর কম্পিউটার সহজে হ্যাক হয়ে যেতে পারে এবং দুর্বৃত্তরা সহজে কম্পিউটারের ক্ষতি করতে পারে। জার্মানির সরকারি সংস্থা ও স্পর্শকাতর অবকাঠামোগুলোর কম্পিউটার ব্যবস্থায় উইন্ডোজ ৮ ব্যবহার সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

বিএসআই জানিয়েছে, ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল বা টিপিএম ২.০ নামের কম্পিউটার চিপটির কারণে উইন্ডোজ ৮ নিরাপদ নয়। উইন্ডোজ ৮ নির্ভর কম্পিউটারে এ চিপটি বিল্টইন থাকে। মাইক্রোসফট কম্পিউটারের নিরাপত্তা হিসেবে এ চিপটি ব্যবহার করে। এ চিপটি হ্যাক করে কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও হার্ডওয়্যার অচল করে দিতে সক্ষম দুর্বৃত্তরা।
মাইক্রোসফট কর্তৃপক্ষ বিএসআইয়ের অভিযোগ সম্পর্কে মুখ খুলতে নারাজ।  
অবশ্য বার্তা সংস্থা রয়টার্সকে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮ নির্ভর কম্পিউটার নির্মাতারা চাইলে টিপিএম প্রযুক্তিটি ব্যবহার ছাড়াই কম্পিউটার তৈরি করতে পারে। সেক্ষেত্রে উইন্ডোজ ৮ ক্রেতারা এ সুবিধা ছাড়া কম্পিউটার পাবেন।
টিপিএম প্রযুক্তি তৈরি করেছে ট্রাস্টেড কম্পিউটিং গ্রুপ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। এ কাজে প্রতিষ্ঠানটিকে সাহায্য করেছে কম্পিউটার নির্মাতা আইবিএম, এইচপি ও মাইক্রোসফট।
বিএসআই জানিয়েছে উইন্ডোজ ৮ নির্ভর কম্পিউটারের নিরাপত্তা ত্রুটির সমাধান করতে তারা ট্রাস্টেড কম্পিউটিং গ্রুপের সঙ্গে কাজ করবে।



আসছে নতুন ম্যাকবুক প্রো



নতুন আইফোনের পাশাপাশি ম্যাকবুকের নতুন সংস্করণও বাজারে আনতে পারে অ্যাপল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী ১০ সেপ্টেম্বর ইনটেলের তৈরি হ্যাসওয়েল প্রসেসরনির্ভর ম্যাকবুক প্রোর নতুন সংস্করণের ঘোষণা দেবে অ্যাপল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
১০ সেপ্টেম্বর অ্যাপল নতুন মডেলের দুটি আইফোন ও ম্যাকবুকের ঘোষণা দেবে বলে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের মূল বক্তব্য হলো, তাইওয়ানের কারখানায় এরই মধ্যে ম্যাকবুক প্রোর নতুন সংস্করণ তৈরির কাজ শুরু হয়ে গেছে।
এদিকে ম্যাকবুকের সঙ্গে ইনটেলের চতুর্থ প্রজন্মের দ্রুতগতির প্রসেসর হ্যাসওয়েল যুক্ত করার তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সাপ্লাই চেইন নজরদারি প্রতিষ্ঠান ইএমএসওয়ান।

হ্যাসওয়েল প্রসেসর থাকায় ম্যাকবুক প্রো হবে শক্তিসাশ্রয়ী। অ্যাপলের জনপ্রিয় ম্যাকবুক প্রো সিরিজের নতুন সংস্করণে উন্নত প্রসেসরের পাশাপাশি ইনটেলের আইরিশ প্রো ৫২০০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহূত হবে।
গত ১০ জুন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ নামে ২৪তম বার্ষিক সম্মেলনের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। এই আয়োজনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছিলেন, ম্যাকবুক নোটবুকের ভবিষ্যত্ বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রে এটি সেরা নোটবুক। পিসির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধির হার ৩ শতাংশ হলেও অ্যাপলের ম্যাকবুকের ক্ষেত্রে তা ১৫ শতাংশ।





সবকিছুই হবে টাচস্ক্রিন সবকিছুই হবে টাচস্ক্রিন


পিসির জন্য সফটওয়্যারটির মূল্য ১৪৯ মার্কিন ডলার। এন্টারপ্রাইজ সংস্করণে টাচপয়েন্টে ২০টি পর্যন্ত আঙুল বা হাত ব্যবহার করা যাবে এবং এর স্ক্রিন থাকবে একশ’ ইঞ্চি। এর মূল্য ১ হাজার ৪৯৯ মার্কিন ডলার।




নতুন কিবোর্ড আনল মাইক্রোসফট


মস্তিষ্কের অনুকরণ করবে কম্পিউটার


মানুষের মস্তিষ্কের অনুকরণে কাজ করতে পারে এমন কম্পিউটার চিপ তৈরিতে কাজ করছেন মার্কিন গবেষকেরা। বয়েজ স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কম্পিউটার অবকাঠামোর নতুন পদ্ধতি নিয়ে কাজ করছেন যা বর্তমানে ডিজিটাল কম্পিউটিংয়ের ধারণাকে বদলে দিতে পারে। ইকোনমিক টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, বর্তমান সময়ের কম্পিউটিং চিপগুলোতে জটিল ও কোটি কোটি ন্যানো স্কেলের ট্রানজিস্টর ব্যবহার করা হয়। চোখের পলকে দ্রুতগতিতে কাজ সম্পাদনের জন্য দ্রুতগতির স্মার্টফোন, ট্যাবলেট তৈরি সম্ভব হলেও তা এখনও মানুষের মস্তিষ্কের তুলনায় কিছুই নয়।

মার্কিন গবেষকেরা জানিয়েছেন, তাঁরা এমন একটি চিপ তৈরির প্রকল্পে কাজ শুরু করেছেন যা মানুষের মস্তিষ্কের অনুরূপ কাজ করতে সক্ষম হবে। মানুষের স্নায়ুতন্ত্র যেভাবে দ্রুতগতিতে মস্তিষ্কে সংকেত পৌঁছে দেয় এবং পরিস্থিতি অনুযায়ী সাড়া দিতে সক্ষম হয় তেমনই একটি মাইক্রোচিপ তৈরির কাজ এগিয়ে চলেছে বলেই জানান গবেষকেরা।




১৮ অক্টোবর আসছে উইন্ডোজ ৮.১


অবশেষে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের (ওএস) নতুন সংস্করণ ৮.১ বাজারে ছাড়ার তারিখ ঘোষণা করেছে মাইক্রোসফট করপোরেশন। আগামী ১৮ অক্টোবর নতুন সংস্করণ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। গত ২৬ জুন প্রথমবারের মতো নতুন এ সংস্করণের প্রিভিউ দেখানো হয়।
নতুন ৮.১ সংস্করণের উইন্ডোজে ফিরে আসছে ‘স্টার্ট’ বোতামটি। এর আগে গত বছরের অক্টোবরে উইন্ডোজ ৮ বাজারে এসেছিল, যাতে প্রথমবারের মতো বাদ দেওয়া হয়েছিল স্টার্ট বোতামটি। যাঁরা ইতিমধ্যে উইন্ডোজ ৮ ব্যবহার করছেন, তাঁরা বিনা মূল্যেই হালনাগাদ করে নিতে পারবেন নতুন এ সংস্করণে। মূলত স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার উপযোগী অপারেটিং সিস্টেম তৈরি করতেই উইন্ডোজ ৮ বাজারে নিয়ে আসে মাইক্রোসফট। বাজারে আসার পর ব্যবহারকারীদের পছন্দের তালিকায়ও দ্রুত জায়গা করে নিয়েছে নতুন ওএসটি, যাতে ছিল দারুণ সব নতুন বৈশিষ্ট্য। জুন পর্যন্ত উইন্ডোজ ৮-এর ১০ কোটি লাইসেন্স বিক্রি হয়! মাইক্রোসফটের ব্লগে বলা হয়, ব্যবহারকারীদের জন্য নতুন কিছু যোগ হয়ে আসছে উইন্ডোজের নতুন এ সংস্করণ। ১৮ অক্টোবর রাতেই নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা পাবেন এ সংস্করণ এবং এর পরই সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে ৮.১ সংস্করণ। আগের সব সুবিধার পাশাপাশি হালনাগাদ সংস্করণে যুক্ত হচ্ছে উন্নত পার্সোনালাইজেশন সুবিধা, ইন্টারনেট এক্সপ্লোরার ১১, নতুন অ্যাপস, উইন্ডোজ স্টোরের নতুন অভিজ্ঞতা আর ক্লাউড সংযোগ, যার মাধ্যমে ব্যবহার করা যাবে স্কাইড্রাইভ। ব্যবহারকারীদের নিজেদের সবগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে নতুন অভিজ্ঞতা দিতেই মাইক্রোসফটের নতুন এ হালনাগাদ যা বাজারে নিজেদের অবস্থান শক্ত করবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।




নতুন ট্যাবলেট কম্পিউটার


লেনোভোর এ২১০৭ মডেলের নতুন একটি ট্যাবলেট কম্পিউটার বাজারে এসেছে। এটি অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ মোবাইল অপারেটিং সিস্টেমে চলে। এতে আছে ১.০ গিগাহার্টজ গতির এ৯ প্রসেসর, ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইত্যাদি। জিএসএম ও ডব্লিউসিডিএমএ মোবাইল ডেটা এবং ইন্টারনেট-সমর্থিত এই ট্যাবলেটে দুটি মোবাইল সংযোগ ব্যবহার করা যায়। এতে আরও রয়েছে ১ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট তথ্য রাখার সুবিধা ইত্যাদি। এটি টানা ৮ ঘণ্টা চলবে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই ট্যাবলেটের দাম সাড়ে ২৩ হাজার টাকা।

Active করুন উইন্ডোজ ৮


যবহারকারীরা যাতে নানান কাজ সহজে এতে করতে পারে, সে জন্য অনেক ধরনের নতুন সুবিধা যুক্ত করা হয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে। মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম টাকা দিয়ে না কিনেও (জেনুইন) শুধু এর পরীক্ষামূলক সংস্করণকে (ট্রায়াল ভার্সন) বিনা মূল্যে ১৮০ দিন পর্যন্ত ব্যবহার করা যায় মাইক্রোসফটের বিশেষ একটি সুবিধা ব্যবহার করে। এ কাজ সহজেই এবং লিগ্যালভাবে করে এটিকে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে সহজেই ব্যবহার করতে পারবেন।

এই কাজ করতে স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখে তাতে মাউসের রাইট বোতাম চেপে Run as Administrator নির্বাচন করে কমান্ড প্রম্পট চালু করুন। কালো পর্দার এখানে slmgr /ipk 3HBY3-3GNXP-22R96-CCMCB-HT67C লিখে এন্টার চাপুন। পরের বার slmgr -skms <KMS SERVER> লিখে আবারও এন্টার চাপুন।
আবার slmgr.vbs ~ato লিখে এন্টার চাপুন। খেয়াল রাখবেন, কাজটি করার সময় কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রাখতে হবে। সব কাজ সম্পন্ন করলে উইন্ডোজ আট ১৮০ দিনের জন্য সক্রিয় হয়ে যাবে। এখন প্রয়োজনে উইন্ডোজ হালনাগাদ (আপগ্রেড) করা যাবে কোনো বাধ্যবাধকতা ছাড়াই।


যে ল্যাপটপে প্রয়োজন নেই বিদ্যুতের!


তৈরি হয়েছে এমন ল্যাপটপ, যা চালাতে কোনদিনই বিদ্যুত্ সংযোগ প্রয়োজন পড়বে না। ল্যাপটপের সঙ্গে যুক্ত থাকা শক্তিশালী সৌরকোষই শক্তি জোগাবে ল্যাপটপকে।

কানাডার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান উইওয়াই সম্প্রতি সৌরশক্তিচালিত বিশেষ এ ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সৌরশক্তিনির্ভর এ ল্যাপটপের নাম ‘এসওএল’। ল্যাপটপটির নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য হচ্ছে, এসওএল চালাতে চার্জের প্রয়োজনে কখনও বৈদ্যুতিক সকেটের ওপর নির্ভর করার প্রয়োজন পড়বে না। ওপেন সোর্স ভিত্তিক উবুন্টু অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপটিতে ডেটা কেবলযুক্ত সোলার প্যানেল রয়েছে, যার ফলে দুই ঘণ্টা সূর্যের আলোতে রাখলেই দশ ঘণ্টা চলার উপযোগী ব্যাটারি চার্জ হয়ে যায়। অবশ্য, পাশাপাশি বিদ্যুতের সাহায্যে চালানোর সুবিধাও রয়েছে এতে।
নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, এসওএল ল্যাপটপটি পরিবেশবান্ধব। কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধ ও পরিবেশের সুরক্ষায় এর ভূমিকা থাকবে। উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের কাছে এ ল্যাপটপ জনপ্রিয় হবে বলেই আশা করছেন তাঁরা। ল্যাপটপটির দাম পড়বে ৩৫০ মার্কিন ডলার।
১৩ দশমিক তিন ইঞ্চি মাপের এলসিডি এইচডি স্ক্রিনযুক্ত এ ল্যাপটপে রয়েছে ইনটেল অ্যাটম প্রসেসর, ৩২০ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা, দুই ও চার গিগাবাইট র্যাম সুবিধা।
শিগগিরই এসওএল ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা করেছে কানাডার টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।


বন্ধ হচ্ছে উইন্ডোজ এক্সপি


বন্ধ করে দেয়া হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের কম্পিউটার ব্যবহারকারীদের প্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। এর প্রভাব পড়তে পারে দেশ বিদেশের বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দাফতরিক কর্মকান্ডে।
২০১৪ সালের ৮ এপ্রিল থেকে উইন্ডোজ এক্সপির যাবতীয় নিরাপত্তা টিপস, অনলাইন টেক সাপোর্ট ও আপডেট বন্ধ করে দেয়া হবে। এতে কোনোভবেই কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে অনলাইনে আপডেট করা যাবে না। সব পরিসেবা বন্ধ করে দেয়ার ফলে শুরু হতে পারে হ্যাকারদের দাপট। তথ্য চুরির ঝুঁকিতে পড়তে পারে ব্যবহারকারীরা। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশের সফটওয়ার ও হার্ডওয়ার বিক্রেতারা উইন্ডোজ সাপোর্টেড কোনো জিনিস বিক্রিও বন্ধ করে দিয়েছেন। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন তারা যেন এখন থেকেই উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করেন।
উল্লেখ্য, মাইক্রোসফটের বিপুল জনপ্রিয় এ ওএসটি বাজারে আসে ২০০১ সালের আগস্টে। এর পর মাইক্রোসফট আরও নতুন অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে এলেও এক্সপির মতো জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়নি কোনটিরও। ভিসতা ২০০৬, উইন্ডোজ সেভেন ২০০৯, উইন্ডোজ এইট ২০১২ অনেক উন্নত হলেও নতুন প্রজন্মের কাছে এ ওএসটি ব্যাপকভাবে সমাদৃত।

চোখের ইশারায় চলছে ল্যাপটপ


হাতের ইশারা বা কণ্ঠস্বরের মাধ্যমে নয়, এবারে চোখের ইশারায় ল্যাপটপ চালানোর প্রযুক্তি ল্যাপটপে যুক্ত করেছে টোবি। সুইডেনভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান টোবির তৈরি বিশেষ এ ইউএসবিসদৃশ পণ্যটির নাম ‘রেক্স’। রেক্সের প্রযুক্তিটি এবারে ল্যাপটপে বিল্ট ইন রাখার ঘোষণা দিয়েছে টোবি। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।

দুই বছরের বেশি সময় ধরেই চোখের সাহায্যে কম্পিউটার নিয়ন্ত্রণের প্রযুক্তি নিয়ে কাজ করছে টোবি। চলতি বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে চোখের ইশারায় কম্পিউটার চালানো যায় এমন প্রযুক্তি প্রদর্শন করেছিল টোবি।

‘রেক্স’ নামের এই পণ্যটি ল্যাপটপ ও ডেস্কটপের উপযোগী করে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। টোবি জানিয়েছে, ল্যাপটপের সঙ্গে ‘রেক্স’ যুক্ত থাকায় এর গেজ ইউজার ইন্টারফেসের সাহায্যে চোখ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে ল্যাপটপ।
টোবির ইউএসবিসদৃশ রেক্স ডেস্কটপেও ব্যবহার করা যাবে। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটারে রেক্স সবচেয়ে ভালো কাজ করবে। উইন্ডোজ ছাড়াও ম্যাক কম্পিউটার সমর্থন করবে রেক্স।


Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ