/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

কম্পিউটার বিক্রি আরও কমতে পারে


পিসি বা ব্যক্তিগত কম্পিউটারের বাজার কমছে। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, চলতি বছরে কম্পিউটার বিক্রি ৯ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কম্পিউটার বিক্রিতে বিপর্যয়ের কথা বাজার পূর্বাভাসে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

আইডিসির গবেষকেরা জানিয়েছেন, মোবাইল পণ্যের
জনপ্রিয়তার কারণে চলতি বছর পিসির বাজার ৯ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর আগে চলতি বছরের মে মাসে এক পূর্বাভাসে আইডিসি জানিয়েছিল, পিসি বিক্রি এ বছর ৭ দশমিক ৮ শতাংশ কমবে।

ট্যাবলেট ও স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়তে থাকায় কম্পিউটারের ওপর থেকে মানুষের আগ্রহ কমে যাচ্ছে। ২০১৪ সালেও এ ধারা বজায় থাকবে বলে আইডিসির গবেষকেরা জানিয়েছেন।
বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, চীন ও উন্নয়নশীল দেশগুলোতে একসময় প্রচুর পিসির চাহিদা থাকলেও চলতি বছরে পিসির চাহিদা কমে গেছে। উন্নত দেশগুলোর চেয়ে উন্নয়নশীল দেশগুলোতে এখন মোবাইল পণ্যের চাহিদা বেশি। চলতি বছর ট্যাবলেটের চাহিদা ৫৭ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন।
এর আগে গত মে মাসে আইডিসির গবেষকেরা জানিয়েছিলেন, ২০১৫ সাল নাগাদ শুধু ল্যাপটপ নয়, ব্যক্তিগত কম্পিউটার বিক্রির মোট সংখ্যাকেই ছাড়িয়ে যাবে ট্যাবলেট কম্পিউটার। চলতি বছর গুগলের অ্যানড্রয়েড-নির্ভর সাশ্রয়ী ট্যাবলেট ৫৮ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বাড়বে আর ট্যাবলেটের গড় দাম ১০ দশমিক ৮ শতাংশ কমে ৩৮১ মার্কিন ডলারে দাঁড়াবে। ২০১০ সালে আইপ্যাড বাজারে আসার পর থেকেই এইচপি, মাইক্রোসফট, ইনটেলের মতো বড় প্রতিষ্ঠানকে বাজারে সংগ্রাম করতে হচ্ছে। আর এর কারণ হলো ট্যাবলেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। আগামী দিনে দুর্দশা আরও বাড়বে।



No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ