/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

তিন মাসে তিনবার ভাঙল পাতলা স্মার্টফোনের রেকর্ড



গত তিন মাসে তৃতীয়বারের মতো ভাঙল বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনের রেকর্ড। এবার চীনের স্মার্টফোন নির্মাতা বিবিকে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন তৈরির কথা জানিয়েছে। এর আগে রেকর্ডটি ছিল হুয়াউইয়ের। বিবিকের ‘ভিভো এক্স৩’ নামের স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৫ দশমিক ৭৫ মিলিমিটার।

ভিভো এক্স৩ স্মার্টফোনে রয়েছে ৭২০ পিক্সেলের পাঁচ ইঞ্চি মাপের পর্দা। এই স্মার্টফোনের সামনে-পেছনে দুই দিকেই রয়েছে এইচডি ক্যামেরা। আরও আছে এক গিগাবাইট  র‌্যাম। এর আগে সবচেয়ে পাতলা স্মার্টফোনের সর্বশেষ শীর্ষস্থানটি ছিল চীনের আরেক স্মার্টফোন নির্মাতা হুয়াউয়েইয়ের অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনের দখলে। জুন মাসে ছয় মিলিমিটার পুরুত্বের অ্যাসেন্ড পি৬ দিয়ে সবচেয়ে পাতলা স্মার্টফোনের তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছিল হুয়াউয়েই। হুয়াউয়েই অ্যাসেন্ড পি৬ ঘোষণার এক সপ্তাহ পর পাঁচ দশমিক ছয় মিলিমিটারের স্মার্টফোন এক্স৫ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল চীনের আরেক স্মার্টফোন নির্মাতা ইউমেক্স।

বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে উঠে আসছে চীনা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি গুগলের শীর্ষ কর্মকর্তার পদ ছেড়ে চীনের স্মার্টফোন নির্মাণপ্রতিষ্ঠান শাওমিতে যোগ দিয়েছেন  হুগো বাররা। স্মার্টফোনের বাজারে চীনের অগ্রগতি এই বাজারকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে।




No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ