মান্টা রে কিবোর্ডটির অন্যতম বিশেষত্ব হচ্ছে এর কিবোর্ডের মূল অংশ থেকে
নিউমেরিক অংশটি আলাদা করা যায়। ব্যবহারকারীরা প্রয়োজন মনে করলে নিউমেরিক
অংশটি আলাদা করে রাখতে পারবেন। এ ছাড়াও, প্রতিবেদনে বলা হয়েছে, এটি খুব
দক্ষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারী কোনো রকম অস্বস্তিবোধ না
করেন।
কিবোর্ডটিতে হাতের জন্য রাখা রয়েছে কুশন পাম রেস্ট। এ ছাড়াও
স্লিকার ডিজাইন এবং উইন্ডোজ ৮-এর জন্যও বিশেষ কি রাখা হয়েছে মান্টা রে
কিবোর্ডটিতে। মান্টা রে কিবোর্ড এবং এর মাউস দুটিই ওয়্যারলেসের মাধ্যমে
পিসির সঙ্গে সংযুক্ত করা যাবে বলে জানিয়েছেন নির্মাতারা।
মাউসসহ এ কিবোর্ডটির মূল্য ধরা হয়েছে ১২৯ ডলার ৯৫ সেন্ট। তবে আলাদাভাবেও এটি কেনার সুযোগ রয়েছে।
No comments:
Post a Comment