/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

দেড় মিনিটে ১০ লাখ মোবাইল ফোন বিক্রি!


চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি দাবি করেছে, তাদের তৈরি হোংমি স্মার্টফোনটি অনলাইনে বিক্রির ঘোষণা দেওয়ার পর মাত্র দেড় মিনিটে ১০ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এক খবরে জানিয়েছে যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট পত্রিকা।
শাওমির দাবি, হোংমি স্মার্টফোনটি তিনটি জনপ্রিয় পণ্য অ্যাপলের আইফোন, আমাজনের কিন্ডল ফায়ার ট্যাবলেট ও গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের নকশা, ফিচার ও সুবিধাগুলো মিলিয়েই তৈরি করা হয়েছে।
শাওমি দাবি করেছে, চলতি বছর দুই কোটি ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠানটির। বর্তমানে চীনের বাজারের পাঁচ শতাংশ দখল রয়েছে প্রতিষ্ঠানটির।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, চীনের বাজারে অ্যাপল পণ্যের চাহিদা অনেক। অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই সাশ্রয়ী দামের স্থানীয় স্মার্টফোনগুলো জনপ্রিয়তা পাওয়া চেষ্টা করছে। অবশ্য বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার টাকা দামের এই হোংমি স্মার্টফোনটি চীনের বাইরে কোথাও ব্যবহার করা যাবে না।
চীনা হোংমির অর্থ ‘লাল রঙের চাল’। স্মার্টফোনটিতে রয়েছে চার দশমিক সাত ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে, এক গিগাবাইট র্যাম, পেছনে আট মেগাপিক্সেলের ক্যামেরা। এক দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরনির্ভর অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনটি অ্যাপল সদৃশ হওয়ার চীনের ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছে বলেই শাওমির প্রধান নির্বাহী লি জুন দাবি করেছেন।





No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ