/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

২০১৩ সালে সেরা ৫০ ওয়েবসাইট


প্রতিবছর মার্কিন প্রকাশনা টাইম ম্যাগাজিন বিভিন্ন ক্ষেত্রে সেরাদের তালিকা প্রকাশ করে। সম্প্রতি
টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৩ সালের সেরা ৫০টি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করেছে। এতে ১০টি ক্যাটিগরিতে ৫০টি ওয়েবসাইট শীর্ষ তালিকায় এসেছে। সেসব ওয়েবসাইট নিয়েই এবারের মেইনবোর্ড। চতুর্থ কিস্তিতে বিশেষ আগ্রহ এবং কেনা-কাটাবিষয়ক সাইটের পরিচিতি তুলে ধরা হয়েছে।

বিশেষ আগ্রহবিষয়ক সাইট

সায়েন্স ফিকশন এবং ফ্যানটাসি স্ট্যাক এক্সচেঞ্জ

Scifi.stackexchange.com

এই সাইটটি মূলত জ্ঞান বিনিময়ের একটি নেটওয়ার্ক, যেখানে প্রোগ্রামাররা একে অন্যকে সহায়তা করেন। যাদের বিজ্ঞান, কথাসাহিত্য ও ফ্যান্টাসি বিষয়ে উৎসাহ রয়েছে, সাধারণত তারাই এ সাইটে ভিড় করেন।
আর্কাইভ অফ আওয়ার ওউন
Archiveofourown.org
এই সাইট সাজানো হয়েছে বিভিন্ন সাহিত্যের ফ্যান বা ভক্তদের লেখা দিয়ে। এর আর্কাইভটি সহজভাবে উপস্থাপিত এবং তৈরিতে যত্নের ছাপ পাওয়া যায়। এতে কোনো তথ্য সহজে অনুসন্ধান করা যায়। এটা ওয়েবে ‘ফ্যান সাহিত্য’র একটি অলাভজনক সংগ্রহ।
হোডিনকি
Hodinkee.com
হাতঘড়ি দিয়ে সাজানো একটি সুন্দর, ফ্যান্টাসি সাইট এটি। এতে টাইমেক্স থেকে শুরু করে প্যাটেক ফিলিপ ব্র্যান্ডের নতুন মডেল এবং পুরনো ক্লাসিক মডেলও পাওয়া যাবে। সেইসঙ্গে এসব হাতঘড়ি পর্যালোচনা প্রকাশের ফলে একে এ বিষয়ে অনলাইন ম্যাগাজিন হিসেবে বলা যায়।
দি ওয়্যার কাটার
Thewirecutter.com
সাইটটির প্রতিষ্ঠাতা ব্রায়ান ল্যাম গেজেট প্রযুক্তি সাইট ‘গিজমোডো’র সাবেক সম্পাদক। তিনি এই সাইটটিকে সাজিয়েছেন সেরা প্রযুক্তিপণ্যের সমন্বয়ে। টাইম বলেছে, “আপনি যদি প্রযুক্তিপণ্য কিনতে চান, তাহলে অবশ্যই এই সাইট দেখে নেবেন। কারণ, এই সাইটে সেরা প্রযুক্তিপণ্যের রিভিউ প্রকাশ করার পাশাপাশি এতে কেনাকাটার পরামর্শও দেওয়া হয়।”
বিজনেস অফ ফ্যাশন
Businessoffashion.com
ফ্যাশনসচেতনদের জন্য একটি আদর্শ সাইট এটি। এখানে ফ্যাশন সম্পর্কে বিশ্লেষণধর্মী নিবন্ধ প্রকাশিত হয়। আগামীতে কী ধরনের ফ্যাশনের ঝোঁক আসতে পারে, তারই প্রতিধ্বনি পাবেন এই সাইটে। বলা হয়েছে, বাণিজ্য এবং ফ্যাশন যেন একই সূত্রে গাঁথা এখানে।
কেনাকাটাবিষয়ক সাইট
আউটগ্রো

Outgrow.me

কিকস্টার্টার ও ইন্ডিগোগো ওয়েবসাইট বিভিন্ন পণ্য তৈরি কর‍ার জন্য ওয়েবসাইটে ভোক্তাদের জন্য উপস্থাপন করে। এ ক্ষেত্রে যখন ভোক্তারা কোনো পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেন, তখন অর্থ পাওয়ার পর তারা পণ্যটি তৈরি করে। তবে তাদের বহু পণ্য ভোক্তাদের আগ্রহের অভাবে উৎপাদন শুরু হয় না। সে ক্ষেত্রে কোন পণ্যটি পাওয়া যাবে, তার নিশ্চয়তা থাকে না। এই সমস্যার সমাধানে কিকস্টার্টার এবং ইন্ডিগোগোর পণ্যের সমারোহ ঘটে এই সাইটে। কোনো পণ্য ওয়েবসাইটটিতে থাকলে বুঝতে হবে তা পাওয়া যাচ্ছে অথবা এর জন্য প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। সাইটটিতে পণ্যটি না থাকলে বুঝতে হবে এটি পর্যাপ্ত ফান্ড না পাওয়ায় উৎপাদনে যায়নি।
গেটগোয়িং
Getgoing.com
যারা অর্থ সাশ্রয় করে একসঙ্গে কয়েকটি স্থানে ভ্রমণ করতে চান, তারা সাইটটি বেছে নিতে পারেন। সাইটটি এ ধরনের বিমান টিকেট সরবরাহ করে। যেমন দুটি টিকিট কিনলে আরেকটি স্থানের টিকিট বিনামূল্যে পাওয়ার সুযোগ।
হাকস্টার
Hukkster.com
অনলাইনে পছন্দের পণ্য কেনাকাটার একটি সাইট এটি। কেনাকাটার জন্য এই সাইটটিকে একটি টুল হিসেবে গণ্য করা হয়। তবে এ ক্ষেত্রে ভোক্তাদের সাইটটিতে সাইনআপ করার পরে অনলাইনে পণ্য বেছে নিতে হয়। আপনার পছন্দের পণ্য কিনতে এখানে তিনটি ধাপ সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে আপনার প্রিয় পণ্য বেছে নেবেন, দ্বিতীয় ধাপে সেই পণ্যগুলো আপনার তালিকায় যুক্ত করবেন এবং তৃতীয় ধাপে যখন পণ্যটি বিক্রি করা হবে, তখন আপনার কাছে ই-মেইল অথবা এসএমএস-এর মাধ্যমে বার্তা চলে আসবে।
গোল্ডবেলি
goldbely.com
বাসায় মেহমান এসেছে, কী করবেন! অথবা ভিন্ন স্বাদের খাবার খাওয়ার ইচ্ছে হল। এ জন্য আপনাকে টাকা খরচ করে কোথাও যেতে হবে না। বসে না থেকে এই সাইটে ক্লিক করে খাবারের অর্ডার দিতে পারেন। অবশ্য, যদি আপনি পশ্চিম বিশ্বের বাসিন্দা হন। আপনার বাসা যদি তাদের সেবা এলাকায় থাকে, তবে খাবার পৌঁছে যাবে আপনার বাসায়।







No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ