বাংলাদেশের বাজারে ১৯ মে থেকে নোকিয়া লুমিয়া ৭২০ স্মার্টফোন সেটের বিক্রি
শুরু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে
নোকিয়া ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী বলেন,
‘‘নোকিয়ার সব কার্যক্রমের নেপথ্যে রয়েছে নিত্যনতুন পণ্য ও সেবা চালু করে
গ্রাহক-ভোক্তাদের জীবনে গতিময়তা এনে দেওয়ার প্রতিশ্রুতি।’’মাঝারি
দামের নোকিয়া লুমিয়া ৭২০ মোবাইল ফোন সেটের ডিসপ্লে হচ্ছে ৪.৩ ইঞ্চি ক্লিয়ার
ব্ল্যাক। এতে এফ১.৯ অ্যাপারচার ও কার্ল জেইস লেন্স সুবিধাসহ
ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। নোকিয়া লুমিয়া ৭২০
মোবাইল ফোন সেট পাঁচটি ভিন্ন রংয়ে বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এই সেটের
খুচরা দাম ধরা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা। নোকিয়া দাবি করেছে, স্মার্টফোনটিতে
প্রযুক্তিগত নানা সুবিধাবলি থাকলেও সেই তুলনায় এর দাম যথেষ্ট সাশ্রয়ী।বাজারে এল নোকিয়া লুমিয়া ৭২০
বাংলাদেশের বাজারে ১৯ মে থেকে নোকিয়া লুমিয়া ৭২০ স্মার্টফোন সেটের বিক্রি
শুরু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে
নোকিয়া ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী বলেন,
‘‘নোকিয়ার সব কার্যক্রমের নেপথ্যে রয়েছে নিত্যনতুন পণ্য ও সেবা চালু করে
গ্রাহক-ভোক্তাদের জীবনে গতিময়তা এনে দেওয়ার প্রতিশ্রুতি।’’মাঝারি
দামের নোকিয়া লুমিয়া ৭২০ মোবাইল ফোন সেটের ডিসপ্লে হচ্ছে ৪.৩ ইঞ্চি ক্লিয়ার
ব্ল্যাক। এতে এফ১.৯ অ্যাপারচার ও কার্ল জেইস লেন্স সুবিধাসহ
ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। নোকিয়া লুমিয়া ৭২০
মোবাইল ফোন সেট পাঁচটি ভিন্ন রংয়ে বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এই সেটের
খুচরা দাম ধরা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা। নোকিয়া দাবি করেছে, স্মার্টফোনটিতে
প্রযুক্তিগত নানা সুবিধাবলি থাকলেও সেই তুলনায় এর দাম যথেষ্ট সাশ্রয়ী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment