/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

ট্যাব-ফ্যাবে নকিয়া!





স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান ফিরে পেতে নতুন বেশ কয়েকটি পরিকল্পনা করেছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। জানা গেছে, শিগগিরই বড় মাপের স্মার্টফোন বা ফ্যাবলেট বাজারে আনতে পারে কোম্পানিটি। ট্যাবলেটের চেয়ে কিছুটা ছোট আর স্মার্টফোনের চেয়ে আকারে বড় পণ্যগুলোকে ফ্যাবলেট বলেন প্রযুক্তিবিশ্লেষকেরা। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, হাই-ডেফিনেশন ডিসপ্লেযুক্ত নকিয়ার এ ফ্যাবলেট হতে পারে উইন্ডোজ ৮-এর নতুন আপডেট ‘ব্লু’নির্ভর। স্যামসাংয়ের গ্যালাক্সি নোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এ ফ্যাবলেট বাজারে আনতে পারে নকিয়া। এক খবরে জানিয়েছে ‘ফিন্যানশিয়াল টাইমস’।
যুক্তরাষ্ট্রের বিশ্লেষকদের ধারণা, নকিয়ার তৈরি ফ্যাবলেট ‘লুমিয়া’ সিরিজে যুক্ত হতে পারে। আর ডুয়াল কোরের এ ফ্যাবলেটের সঙ্গে ৪১ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত করতে পারে নকিয়া। বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, আইপ্যাড মিনি ও আমাজনের সাত ইঞ্চি ট্যাবলেটের প্রতিদ্বন্দ্বিতায় একটি ছোট আকারের ট্যাব বাজারে আনতে পারে নকিয়া। নকিয়ার কর্তৃপক্ষ অবশ্য ‘ট্যাব-ফ্যাব’ নিয়ে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।




No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ