টাচ স্ক্রিন সুবিধার বিশেষ ধরনের স্মার্ট হাতঘড়ি তৈরি করছে মাইক্রোসফট। এ হাতঘড়িতে বিভিন্ন ধরনের উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। মাইক্রোসফট ছাড়াও স্মার্ট হাতঘড়ি তৈরিতে কাজ করছে অ্যাপল, স্যামসাংয়ের মত ১২ টিরও বেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মাইক্রোসফটের জন্য হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্মার্ট ওয়াচ তৈরির লক্ষে হার্ডওয়্যার প্রোটোটাইপ সংগ্রহ করা শুরু করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট কর্তৃপক্ষ দেড় ইঞ্চি মাপের ডিসপ্লের চাহিদাপত্র সরবরাহ করেছে হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে।
অবশ্য স্মার্ট
ওয়াচ তৈরি প্রসঙ্গে মাইক্রোসফট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি। বাজার
গবেষকেরা জানিয়েছেন, স্মার্ট ওয়াচ তৈরিতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে মাইক্রোসফট।
২০০২ সালেও এ ধরনের একটি প্রকল্প হাতে নিয়েছিল। পরে কম্পিউটার ব্যবসায় জোর দেওয়ার কারণে
সেটি বন্ধ হয়ে যায়।
বর্তমানে মাইক্রোসফট
কর্তৃপক্ষ সফটওয়্যারের পাশাপাশি প্রযুক্তিপণ্য তৈরিতেও কাজ করছে। ২০১২ সালের অক্টোবর
মাসে উইন্ডোজ সফটওয়্যারের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ নির্ভর ‘সারফেস’ ব্যান্ডের ট্যাবলেট
বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
বাজার গবেষকেরা
ধারণা করছেন, শিগগিরই হয়তো ৭ ইঞ্চি মাপের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনবে মাইক্রোসফট।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, বাজারে কম্পিউটার বিক্রি উল্লেখযোগ্য
হারে কমেছে। একদিকে কম্পিউটার বিক্রি কমছে আর অন্যদিকে, ছোটো আকারের প্রযুক্তিপণ্য
ও পরিধেয় প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফট
ভবিষ্যতের কথা মাথায় রেখেই ছোট আকারের প্রযুক্তি পণ্য ও পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারে
আসার পরিকল্পনা করেছে।
No comments:
Post a Comment