/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

সময়ের চেয়ে অ্যাপল পাঁচ বছর পিছিয়ে।

                                                                  সোহানী জোয়ার্দ্দার লিনাঃ

আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে যুগের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি অ্যাপল। মন্তব্যটি ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্সের। সম্প্রতি হেইন্স অ্যাপল প্রসঙ্গে এক মন্তব্যে জানিয়েছেন, বর্তমান প্রযুক্তির চেয়ে পাঁচ বছর পিছিয়ে রয়েছে অ্যাপল। ১৮ মার্চ অস্ট্রেলিয়ায় ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন উদ্বোধন উপলক্ষে হেইন্স অ্যাপলকে ‘পুরোনো’
 কোম্পানি বলেও মন্তব্য করেছেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। অবশ্য থ্রস্টেন হেইন্স অস্ট্রেলিয়ার ফিনানশিয়াল রিভিউকে দেওয়া সাক্ষাত্কারে প্রথম আইফোন উদ্ভাবনের জন্য কৃতিত্ব দিয়েছেন অ্যাপলকে। তবে তিনি মনে করেন, শুরুর এ সাফল্যের পর বর্তমানে নতুনত্বের খরায় ভুগছে অ্যাপল। তাঁর মতে, দ্রুত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। এক সময় অ্যাপল নতুন কিছু এনে মানুষকে চমকে দিয়েছিল। কিন্তু উদ্ভাবনের গতির সঙ্গে তাল মেলাতে না পারলে নতুনত্ব থাকে না। অ্যাপলের বর্তমান প্রযুক্তি পাঁচ বছরের পুরোনো। অ্যান্ড্রয়েডের সমালোচনা করে হেইন্স বলেন, অ্যান্ড্রয়েডে নিরাপত্তা সমস্যা রয়েছে।
ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন সম্পর্কে হেইন্স জানিয়েছেন, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর জেড১০ স্মার্টফোনে এক লাখেরও বেশি অ্যাপ্লিকেশন যুক্ত করতে কাজ করছে ব্ল্যাকবেরি। নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে বলেই হেইন্স মত দিয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে ব্ল্যাকবেরি। রিসার্চ ইন মোশন বা রিম নাম বদল করে এখন প্রতিষ্ঠানটির নামও ব্ল্যাকবেরি হয়েছে। ৪.২ ইঞ্চি মাপের জেড ১০ স্মার্টফোনটি টাচস্ক্রিন প্রযুক্তির আর ৩.১ ইঞ্চি মাপের কিউ১০ মডেলটির সঙ্গে রয়েছে ফিজিক্যাল বা বাহ্যিক কি-বোর্ড। ৩০ জানুয়ারি রিমের প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স এ মডেল উন্মুক্ত করেন এবং রিমের নাম বদলে ব্ল্যাকবেরি রাখার ঘোষণা দেন।





No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ