/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

এবার নকিয়া মোবাইলে ৪৮ দিন চার্জ স্হায়ী থাকবে।



নকিয়া মডেল "আশা-৫০১" একবার চার্জে একটানা চলবে ৪৮দিন। এর জন্য নকিয়ার এ মডেলটি বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। একটানা ৪৮ দিনের মত স্হায়ী থাকবে এ মোবাইলের স্ট্যানবাই ব্যাটারির চার্জ। যা কিনা মোবাইলের জগতকে অন্য রকম এক উচ্চতায় পৌঁছে দেবে বলে আশাকরেন নির্মাতা প্রতিষ্ঠান। এছাড়াও এ মোবাইলে আরো যেসব সুবিধা রয়েছে তা হলো টুজি নেটওয়াক, ১৭ ঘন্টার টকটাইম, ৫৬ ঘন্টার মিউজিক প্লে ব্যাক সুবিধা, ৬টি ভিন্ন রংয়ের বৈচিত্র্যতা, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, মাইক্রোএসডি মেমোরির সুবিধা। এছাড়াও মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। তাছাড়াও আছে ব্রাউজার এবং ইন্টারনেট থেকে লাইভ ডাটা ব্রাউজিং সুবিধা। এটা খুব তাড়াতাড়ি ইন্টারনেট ডাটা অ্যাকসেস করতে পারবে।
                                  নকিয়ার এ মডেলটি বাণ্যিজিকভাবে এ বছরের জুনে বাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে। তবে সর্বপ্রথমে এ মোবাইলটি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ভারত, দক্ষিণ এশিয়ায় পাওয়া যাবে, তারপর তা অন্য দেশের বাজারে আসবে বলে জানিয়েছেন মোবাইলটির নির্মাতা প্রতিষ্ঠান। 




No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ