/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

আপনার যে কোন জরুরি ফাইল বা ফোল্ডারকে সুরক্ষিত করুন Folder Protector দিয়ে।

আমাদের অনেক প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার আছে যা   অন্য কেউ  দেখুক বা কপি করে নিয়ে যাক আমরা তা চাই না। সেই ফাইল বা ফোল্ডার গুলোকে Protect করার জন্য নিয়ে এলাম Folder Protector নামের একটি মজার সফটওয়ার।
এই সফটওয়ারটির বিশেষ সুবিধা হলো সফটওয়ারটির ভিতরে থাকা কোন কিছুই  কেউ Copy করে Paste করতে এবং Delete করতে পারবে না,আরেকটি মজার বিষয় হলো  সফটওয়ারটি তে শুধু মাত্র সফটওয়ারটির নিজের সাইজ দেখাবে,সফটওয়ারটির ভিতরে কি আছে কেউ বুঝবেও না।

সফটওয়ারটি ডাউনলোড করুন

যেভাবে সফটওয়ারটি ব্যবহার করবেনঃ
সুবিধার জন্য নিচে চিত্র দেয়া হলো।

১. যেই ফাইল বা ফোল্ডারটি আপনি প্রটেক্ট করতে চান সেই ফাইল বা ফোল্ডারে  শুধু সফটওয়ার টি copy করে Paste
    করে দিন।
২.  সফটওয়ারটি ওপেন করুন।
৩. সফটওয়ারটি ওপেন করার পরে Password চাইবে।

৪. আপনি আপনার ইচ্ছামত Password দিয়ে Protect Option এ ক্লিক করুন ।
    ব্যস হয়ে গেল আপনার ফোল্ডারটি প্রটেক্ট।

          আশা করি কোন কিছু জানার জন্য অবশ্যই নিচে পোস্ট করবেন।
  






1 comment :

  1. i also use this softwere. it's too hard

    ReplyDelete

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ