বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ফোন বিক্রিতে এক বছরে ১.৮ শতাংশ পয়েন্ট পরিবর্তন এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারের ৫১ দশমিক ৭ শতাংশ অ্যান্ড্রয়েডের দখলে, আইফোনের দখলে ৪১.৪ শতাংশ আর উইন্ডোজ দখল করেছে ৫.৬ শতাংশ। উইন্ডোজ ফোনের জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে নকিয়ার লুমিয়া সিরিজের স্মার্টফোনগুলো।
গবেষকেরা জানিয়েছেন, উইন্ডোজনির্ভর স্মার্টফোন ক্রেতাদের অধিকাংশ ফিচার ফোন ব্যবহারকারী। অর্থাত্ অধিকাংশ ফিচার ফোন ব্যবহারকারীরাই উইন্ডোজ ফোন কিনতে আগ্রহ দেখান।
গবেষক ম্যারি অ্যান পারলেটো জানিয়েছেন, এর আগে ৫০ ঊর্ধ্ব বয়সের ব্যক্তিদের পছন্দের ফোন ছিল উইন্ডোজ। তবে এ বছর ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের কাছেও উইন্ডোজ ফোন জনপ্রিয় হচ্ছে।
আট সুবিধার ‘উইন্ডোজ ফোন ৮’
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেদের দাবি, স্মার্টফোনের জন্য মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ফোন ৮’ একটি অন্যন্য উদ্ভাবন। স্মার্টফোনের অভিজ্ঞতাকে আরও ব্যবহারবান্ধব করতে পারে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমটি। উইন্ডোজ ফোনে আইফোনের তুলনায় বেশ কিছু অনন্য ফিচার রয়েছে যা স্মার্টফোন ক্রেতাদের সহায়ক হতে পারে।
উইন্ডোজ ফোনের সুবিধা নিয়ে সম্প্রতি বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনে দেখানো স্থির আইকনগুলোর পরিবর্তে উইন্ডোজ ফোনে রয়েছে ‘লাইভ টাইলস’ যা অ্যাপ্লিকেশনের রিয়েল টাইম আপডেট দেখাতে পারে। উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা বেশ কিছু অন্যন্য সুবিধা পান যা আইফোন ব্যবহারকারীরা পান না। লাইভ টাইলসগুলো কাস্টোমাইজ করার সুযোগ রয়েছে। টাইলসগুলোর আকার পরিবর্তন করার সুবিধা থাকায় ব্যবহারকারীর জন্য সুবিধা হবে।
বড় মাপের স্মার্টফোন স্ক্রিন সমর্থন করে উইন্ডোজ ফোন ৮। আইফোনে চার ইঞ্চি মাপের স্ক্রিনের সুবিধা থাকলেও উইন্ডোজ ফোন ৮ এর চেয়েও বড় মাপের ডিসপ্লে সমর্থন করে।
উইন্ডোজ ফোন ৮ ওএসটি মাইক্রোসফটের অফিস অ্যাপ্লিকেশনটি সমর্থন করে এবং মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ারপয়েন্টেও এতে কাজ করা যায়। এখন পর্যন্ত আইফোন বা অ্যান্ড্রয়েডের জন্য এই অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করেনি মাইক্রোসফট।
এছাড়া উইন্ডোজ ফোনের হোম স্ক্রিনে রিয়েল টাইমে আপডেট দেখার সুযোগ রয়েছে। এ ফোনে স্ট্যান্ডার্ড ইউএসবি প্ল্যাগ ব্যবহার করে চার্জ দেওয়া যায় এতে আরও রয়েছে মোবাইল ওয়ালেট অ্যাপ্লিকেশন। মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনের এ সুবিধা উন্নত করতে কাজ করছে মাইক্রোসফট।
নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি সুবিধাও রয়েছে উইন্ডোজ ফোনে। স্মার্টফোনে তথ্য স্থানান্তরে উইন্ডোজ ফোনের সুবিধাটি একে অন্যান্য স্মার্টফোনের চেয়ে এগিয়ে রেখেছে।
নকিয়ার লুমিয়া ফোন ও এইচটিসির উইন্ডোজ ফোনে তারবিহীন পদ্ধতিতেও চার্জ দেওয়ার সুবিধা রয়েছে।
উইন্ডোজ ফোনে নির্দিষ্ট অ্যাপ চালু রেখে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়।
মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন এখনও শীর্ষস্থান ধরে রাখলেও আইফোন ও উইন্ডোজফোনের বিক্রি বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার ওয়ার্ল্ডপ্যানেলের গবেষকেদের বরাতে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
No comments:
Post a Comment