গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মটি আগামী কয়েক মাসের মধ্যেই জনপ্রিয়তায় পেছনে ফেলতে যাচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোরকে। যুক্তরাষ্ট্রের অ্যাপ্লিকেশন বিশ্লেষকেদের বরাতে সম্প্রতি এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
চলতি বছরের ১৫ মে পাঁচ হাজার কোটিতম অ্যাপ্লিকেশন ডাউনলোডের রেকর্ড ছুঁয়েছে অ্যাপ স্টোর। তবে বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের অ্যাপ্লিকেশন স্টোর ‘প্লে’ শিগগিরই অ্যাপলের এ রেকর্ড ছুঁয়ে ফেলবে। বর্তমানে প্রতি মাসে প্লে স্টোর থেকে ৫০ কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে। বর্তমানে বাজারে ৯০ কোটিরও বেশি অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যে এ অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে। তুলনামূলকভাবে অ্যাপলের ৬০ কোটি পণ্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, প্লে স্টোর থেকে এখন পর্যন্ত চার হাজার ৮০০ কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, বর্তমানে অ্যাপ স্টোর ও প্লে স্টোরের তুলনা করলে দেখা যায় চলতি বছরের অক্টোবর মাস নাগাদ অ্যাপ্লিকেশন ডাউনলোডের দিক থেকে অ্যাপ স্টোরকে ছাড়িয়ে যাবে গুগলের প্লে স্টোর।
No comments:
Post a Comment