প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রতিবছর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো হালকা-পাতলা স্মার্টফোন বাজারে ছেড়ে পরস্পরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে। হয়তো এ সময়ের সবচেয়ে হালকা-পাতলা স্মার্টফোনটিও আগামী বছর নাগাদ প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়বে। সম্প্রতি হালকা-পাতলা স্মার্টফোনগুলোর একটি তালিকা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
হালকা-পাতলা স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে হুয়াউয়ের অ্যাসান্ড পি ৬। ১৮ জুন মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৬ দশমিক ১৮ মিলিমিটার পুরুত্বের ‘অ্যাসান্ড পি৬’ নামের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হুয়াউয়ের দাবি, তাদের এ স্মার্টফোনটিই বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম। হুয়াউয়ের তৈরি ১.৫ গিগাহার্টজের কোয়াড কোরের প্রসেসরনির্ভর স্মার্টফোনটিতে রয়েছে সামনে পাঁচ মেগাপিক্সেল পেছনে আট মেগাপিক্সেলের ক্যামেরা।
অ্যালকাটেল ওয়ান টাচ
সবচেয়ে পাতলা স্মার্টফোনের এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যালকাটেলের ওয়ান টাচ আইডল আলট্রা। এ স্মার্টফোনটির পুরুত্ব ছয় দশমিক পাঁচ মিলিমিটার। চার দশমিক ৬৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে এক দশমিক দুই গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটির পেছনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা।
চীনের স্মার্টফোন নির্মাতা বিবিকে ইলেকট্রনিকসের তৈরি ভিভো এক্স ওয়ান স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ছয় দশমিক ৫৫ মিলিমিটার। চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি জেলিবিন নির্ভর। এক গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসরের স্মার্টফোনটির পেছনে আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
অপ্পো ফাইন্ডার
বিশ্বের সবচেয়ে হালকা-পাতলা স্মার্টফোনের তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে অপ্পো ফাইন্ডার। ছয় দশমিক ৬৫ মিলিমিটার পুরুত্বের স্মার্টঢোনটি অ্যান্ড্রয়েড জেলিবিন নির্ভর। স্মার্টফোনটিতে রয়েছে চার দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লে, পেছনে আট মেগাপিক্সেলের ক্যামেরা, এক দশমিক পাঁচ গিগাহার্টজের প্রসেসর।
হুয়াউয়ে অ্যাসান্ড পি ১
সবচেয়ে হালকা স্মার্টফোনের তালিকায় স্থান পেয়েছে হুয়াউয়ের আরেকটি ফোন, অ্যাসান্ড পি ১। এ স্মার্টফোনটির পুরুত্ব ছয় দশমিক ৬৮ মিলিমিটার। চার দশমিক তিন ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড জেলিবিন নির্ভর।
জেডটিই গ্রান্ড এস
হালকা স্মার্টফোনের তালিকায় ষষ্ঠ স্থানটি জেডটিইর তৈরি গ্র্যান্ড এসের। চলতি বছরের জানুয়ারি মাসে লাসভেগাসের কনজুমার ইলেকট্রনিক শোতে ছয় দশমিক নয় ইঞ্চি পুরুত্বের অ্যান্ড্রয়েডনির্ভর এ স্মার্টফোনটি দেখানো হয়েছিল। পাঁচ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে এক দশমিক সাত গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা।
আইফোন ৫
হালকা-পাতলা স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের প্রাধান্য থাকলেও এ তালিকায় সপ্তম স্থানটি পেয়েছে অ্যাপল। অ্যাপলের তৈরি আইফোন৫ মাত্র সাত দশমিক ছয় মিলিমিটার পুরু। আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর আইফোন পাঁচে রয়েছে চার ইঞ্চি মাপের ডিসপ্লে, এক দশমিক দুই গিগাহার্টজের প্রসেসর ও আট মেগাপিক্সেলের ক্যামেরা।
প্যানাসনিক এলুগা ও এইচটিসি ওয়ান এস
হালকা স্মার্টফোনের তালিকার অষ্টম স্থানটি যৌথভাবে দখল করেছে প্যানাসনিক এলুগা ও এইচটিসি ওয়ান এস। এ স্মার্টফোন দুইটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। চার দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ দুটি স্মার্টফোন সাত দশমিক আট মিলিমিটার পুরু।
গ্যালাক্সি এস৪, এক্সপেরিয়া জেড, লেনোভো এস৯২০
সাত দশমিক নয় মিলিমিটার পুরুত্ব নিয়ে পাতলা স্মার্টফোনের তালিকার নবম স্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪, সনির এক্সপেরিয়া জেড, ও লেনোভোর এস৯২০। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তিনটির মধ্যে গ্যালাক্সি এস ৪ ও সনি এক্সপেরিয়া জেডের ডিসপ্লে পাঁচ ইঞ্চি মাপের আর লেনোভোর স্মার্টফোনটি পাঁচ দশমিক তিন ইঞ্চি মাপের।
গ্যালাক্সি মেগা
ছয় দশমিক তিন ইঞ্চি মাপের বিশাল ডিসপ্লেনির্ভর স্যামসাংয়ের গ্যালাক্সি মেগা স্মার্টফোনটির পুরুত্ব মাত্র আট মিলিমিটার। পাতলা স্মার্টফোনের তালিকায় বর্তমানে দশম স্থানটি অ্যান্ড্রয়েডনির্ভর গ্যালাক্সি মেগার। এক দশমিক পাঁচ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর ও পেছনে আট মেগাপিক্সেল ক্যামেরার এ স্মার্টফোনটিও পাতলা স্মার্টফোন তালিকায় ঠাঁই পেয়েছে।
No comments:
Post a Comment