/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

জেনে নিন স্মার্টফোনের গোপন সংকেত


অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের আছে কিছু নিরাপত্তা ও গোপন সংকেত। এগুলো ব্যবহার করে জানা যাবে যন্ত্রের কার্যক্ষমতা এবং পরিবর্তন করা যাবে বিভিন্ন সেটিংস। অ্যান্ড্রোয়েড প্রায় সব স্মার্টফোনে এগুলো ব্যবহার করা যাবে। ফোনের কিপ্যাড ব্যবহার করে সংকেত লিখলে নির্দিষ্ট কাজের বিষয়ে জানা যাবে।
*#06# ফোনের IMEI নম্বর দেখাবে।
*#7465625# ফোন লক অবস্থান দেখাবে।
*#*#8255#*#* জি-টক সেবার পর্দা দেখাবে।
*#*#1472365#*#* জিপিএস পরীক্ষা করবে।
*#*#34971539#*#* ক্যামেরা সম্পর্কে জানাবে।
*#*#197328640#*#* সব সেবা পরীক্ষা করবে।
*#*#232339#*#* Wireless LAN পরীক্ষা করবে।
*#*#232337#*# ব্লুটুথ যন্ত্রের ঠিকানা দেখাবে।
*#*#3264#*#* র‌্যামের সংস্করণ দেখাবে।
*#*#2664#*#* টাচস্ক্রিন পরীক্ষা করবে।
*#*#232338#*#* ওয়াই-ফাই ম্যাক ঠিকানা দেখাবে।
*#*#1234#*#* পিডিএ ও ফার্মওয়্যার সংস্করণ দেখাবে।
*#12580*369# সফটওয়্যার এবং যন্ত্রাংশের সম্পর্কে তথ্যদেবে।
*#301279# HSDPA/HSUPA নেটওয়ার্ক নিয়ন্ত্রণ তালিকা দেখাবে।
*#0*# পরিষেবা মেন্যু সেট করা যাবে (গ্যালাক্সি এস৩ ফোনের জন্য)
*#*#0842#*#* পর্দার আলো এবং কম্পন (ভাইব্রেশন) পরীক্ষা করার জন্য।
*#*#4636#*#* ফোনের তথ্য, ব্যবহার পরিসংখ্যান, ব্যাটারি সর্বশেষ অবস্থান জানাবে।
*#*#7780#*#* ফ্যাক্টরি রিস্টোর সেটিং। গুগল অ্যাকাউন্টসহ সব সিস্টেম ডেটা মুছে যাবে।
*#*#197328640#*#* সেবার ধরন (সার্ভিস মোড) চালু হবে বিভিন্ন পরীক্ষা ও সেটিং বদলানোর জন্য।
*#*#273282*255*663282*#*#* অবিলম্বে ফোনের সব মিডিয়া ফাইল সংরক্ষণ (ব্যাকআপ) করবে।
*2767*3855# সব অভ্যন্তরীণ (ইন্টারনাল) এবং বহিরাগত (এক্সটারনাল) তথ্য মুছে গিয়ে ফোনের ফার্মওয়্যার রিইনস্টল হবে।


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ