হালকা-পাতলা ল্যাপটপ কিনবেন বলে ভাবছেন? যাঁরা সাধারণ ল্যাপটপের চাইতে একটু বেশি সুবিধা চান তাঁদের জন্যই মূলত আলট্রাবুক। দ্রুত কাজ, উন্নত গ্রাফিকস আর হালকা-পাতলা সুদৃশ্য আলট্রাবুক এখন অনেকেরই বিশেষ পছন্দের।
দেশের বাজারে এখন চোখে পড়বে নানা ব্র্যান্ডের হালকা-পাতলা ল্যাপটপ। হালকা-পাতলা এ ল্যাপটপগুলোকে মূলত আলট্রাবুক বলা হচ্ছে। এইচপি, ডেল, তোশিবা, স্যামসাং, এসার, লেনোভো, আসুস ব্র্যান্ডের আলট্রাবুক পাওয়া যাবে। অ্যাপলের হালকা-পাতলা ল্যাপটপ ম্যাকবুক এয়ারও দেশের বাজারে রয়েছে। হালকা-পাতলা ল্যাপটপ যেমন সুদৃশ্য তেমনি ব্যবহার-বান্ধব। তবে বাজারে আলট্রাবুকের দাম তুলনামূলকভাবে অন্যান্য ল্যাপটপের তুলনায় বেশি। ৬৫ হাজার টাকা থেকে এক লাখ ৭০ হাজার টাকার মধ্যে বাজেট থাকলে তবেই কিনতে পারবেন আলট্রাবুক।
জাহিদুর রহমান ৬০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ খুঁজছিলেন। তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের ল্যাপটপ এ বাজেটের মধ্যে পেয়েও যান। তবে তিনি চাইছিলেন কিছুটা হালকা আর উন্নত গ্রাফিকসের একটি ল্যাপটপ। তাঁর মনে ধরে হালকা-পাতলা সুদৃশ্য আলট্রাবুক। তখন বাজেট আরও বাড়িয়ে ৭৫ হাজার টাকা দিয়ে তিনি কিনেছেন একটি আলট্রাবুক।
আলট্রাবুকে সাধারণত ইনটেলের কোর আই ৩ থেকে কোর আই ৭ পর্যন্ত বিভিন্ন প্রসেসর ব্যবহার করা হয়। জাহিদুর বলেন, দীর্ঘ সময় ধরে চার্জ থাকে আর দ্রুত কাজ করার সুবিধা দেখেই তিনি আলট্রাবুক কিনেছেন।
হালকা-পাতলা ল্যাপটপের বাজার
খুচরা বিক্রেতা থেকে শুরু করে দেশের বিভিন্ন কম্পিউটার বিপণনকারী প্রতিষ্ঠানে ও কম্পিউটার বাজারগুলোতে কিনতে পারবেন হালকা-পাতলা আলট্রাবুক।
অ্যাপল
অনেকেই অ্যাপলের পণ্যের খুব ভক্ত। দেশের বাজারেই আপনি অ্যাপলের হালকা-পাতলা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার কিনতে পারবেন। বাজারে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার পাবেন। দাম পড়বে এক লাখ দুই হাজার থেকে এক লাখ ২৫ হাজারের মধ্যে। কাজের ক্ষেত্রে ম্যাকবুক এয়ার দারুণ উপযোগী।
এসার
বাজারে হালকা পাতলা ল্যাপটপ হিসেবে পাবেন এসারের অ্যাস্পায়ার সিরিজের আলট্রাবুক। ইনটেলের প্রসেসরনির্ভর ১৩.৩ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ওজন এক কেজির কিছুটা বেশি। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমনির্ভর অ্যাস্পায়ার সিরিজের আলট্রাবুক কিনতে পারবেন ৭৫ হাজার টাকার মধ্যেই।
এইচপি
বাজারে সবচেয়ে বেশি চোখে পড়বে এইচপির আলট্রাবুক। এইচপির আলট্রাবুক রয়েছে ইনটেলের কোর আই ৩, কোর আই ৫ বা কোর আই ৭ প্রসেসরনির্ভর বিভিন্ন মডেলে। এইচপি ব্র্যান্ডের এনভি ৬-১০১১টিএক্স মডেলের আলট্রাবুকটিতে চার্জ থাকে প্রায় ১০ ঘণ্টা এ ছাড়াও রয়েছে উন্নত গ্রাফিকস। উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির দাম পড়বে ৯৫ হাজার টাকা। এইচপির হালকা-পাতলা ল্যাপটপের আরেকটি মডেল হচ্ছে এলিটবুক। এর দাম ৯৩ হাজার টাকা। এইচপি এলিটবুকের আরেকটি মডেল রয়েছে বা ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তৈরি। এর দাম এক লাখ ৪৫ হাজার টাকা। এনভি স্পেকটার নামে হালকা-পাতলা আরেকটি মডেল বাজারে রয়েছে যার দাম এক লাখ ১২ হাজার টাকা। ৯৫ হাজার টাকায় পাওয়া যাবে এইচপির ১৩-২০০০ মডেলের নতুন আলট্রাবুক। এতে রয়েছে ১৩ ইঞ্চি পর্দা, ইনটেল কোর আই ৫ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১২৮ গিগাবাইট এএসডি ড্রাইভ, ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের সুবিধা।
তোশিবা
ফুজিত্সু
হালকা ও পাতলা গড়নের ফুজিত্সু আলট্রাবুক বা লাইফবুক দেশের বাজারে পাবেন। ১৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের আলট্রাবুকে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর উন্নত গ্রাফিকস। উইন্ডোজ ৮ নির্ভর ফুজিত্সুর দেড় কেজি ওজনের লাইফবুকটি টানা ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। ম্যাগনেশিয়ামের কাঠামো এ আলট্রাবুকের দাম ৯৩ হাজার ৫০০ টাকা।
স্যামসাং
স্যামসাং ব্র্যান্ডের এনপি৫৩০ইউ৪সি মডেলের নতুন আলট্রাবুকে রয়েছে ইনটেলের ইন্টেল ৩য় প্রজন্মের কোর আই ৫ প্রসেসর ও উন্নত গ্রাফিকস। ১৪ ইঞ্চি ডিসপ্লের এ আলট্রাবুকের দাম ৮৬ হাজার টাকা। স্যামসাংয়ের লোটাস সিরিজে রয়েছে এনপি৫৩০ইউ৪সি-এস০২বিডি মডেলের আলট্রাবুক। ইনটেল কোর আই ৫ প্রসেসরনির্ভর আলট্রাবুকটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২৪ গিগাবাইট এসএসডি, সুপার মাল্টি ডিভিডি রাইটার। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ১৪ ইঞ্চি মাপের আলট্রাবুকটির দাম ৮৫ হাজার টাকা। স্যামসাং নাইন সিরিজের এনপি ৯০০ এক্স ৩সি মডেলের এ আলট্রাবুকটি উইন্ডোজ ৮ নির্ভর।স্যামসাংয়ের এ আলট্রাবুকটির দাম এক লাখ ৪৫ হাজার টাকা।
ডেল
ডেলের আলট্রাবুকের মধ্যে রয়েছে ডেল এক্সপি ১৪। ইনটেল কোর আই ৫ ও কোর আই ৭ এ দুটি প্রসেসরে পাওয়া যায় ডেলের এ আলট্রাবুকটি। ১৪ ইঞ্চি মাপের উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির ওজন ১.৩৫ কেজি। দাম ৯০ হাজার টাকা।
অন্যান্য
বাজারে হালকা-পাতলা ল্যাপটপের ক্ষেত্রে চোখে পড়বে লেনোভো, আসুসসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের আলট্রাবুক। ৮০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এসব আলট্রাবুকগুলো।
আলট্রাবুক কেনার আগে
হালকা-পাতলা ল্যাপটপ কেনার আগে ওয়ারেন্টি ও বিক্রয়ের পরের সেবা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। ব্যবহূত ও পুরোনো আলট্রাবুক কেনার ক্ষেত্রে তা আগে যাচাই করে নেওয়া উচিত্।
No comments:
Post a Comment