সিম কার্ড, ওয়েব ও ডিজিটাল ক্যামেরা, অপটিক্যাল ফাইবার ক্যাবলের শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বেলা তিনটা ২০ মিনিটে জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন।
কম্পিউটার ও পর্যটন খাতে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। ডিজিটাল বাংলাদেশ গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে এ সরকারের মেয়াদে বিগত বছরগুলোতে গৃহীত বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
ওয়েব ক্যাম, ডিজিটাল ক্যামেরায় বর্তমানে ২৫ শতাংশ আমদানি শুল্ক থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি সার্ভার র্যাক আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেন।
দেশীয় সিম কার্ড উত্পাদনকারীর স্বার্থে আমদানি পর্যায়ে ৩০ শতাংশ সম্পূরক শুল্কের বদলে ২০ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী, পাশাপাশি অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানির ক্ষেত্রেও বর্তমানের ১২ শতাংশ শুল্ক হার কমিয়ে ৫ শতাংশ এবং দেশীয় পর্যায়ে উত্পাদনে ব্যবহূত উপকরণের ক্ষেত্রে ২৫ ও ১২ শতাংশ শুল্ক হার কমিয়ে কোনো শুল্ক আরোপ না করার জন্যও প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় থ্রিজি কার্যক্রম শুরু, ইউনিয়ন তথ্য কেন্দ্র, প্রতি জেলায় ই-সার্ভিস সেন্টার চালুর কথা জানান। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ২৪ হাজার ওয়েব পোর্টাল চালু, ইপেমেন্ট, মোবাইল ব্যাংকিংয়ের চালু করার তথ্য জানিয়েছেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা নয় কোটি ৮০ লাখ, ইন্টারনেট গ্রাহক সংখ্যা তিন কোটি ৪০ লাখ এবং টেলিডেনসিটি ৬৪.৪ শতাংশ ও ইন্টারনেট ডেনসিটি ১৯.৯ শতাংশ।
No comments:
Post a Comment