এ মামলার রায়ে বলা হয়েছে, অ্যাপলের আইপ্যাড ও আইফোনের পুরোনো কয়েকটি মডেলের স্যামসাংয়ের পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল।
স্যামসাংয়ের পক্ষে মামলার রায় যাওয়ায় যুক্তরাষ্ট্রে অ্যাপলের পুরোনো মডেলের আইপ্যাড ও আইফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আইটিসি। তবে এ রায় কার্যকর হবে কিনা সে বিষয়ে ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে আদেশ আসবে।
মামলাটি তিন বছরেরও বেশি সময় ধরে চলছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আইটিসির বিচারক জেমস গিডেলার আদালত এ মামলায় অ্যাপলের পক্ষে রায় দিয়েছিলেন। স্যামসাং পরে এর বিরুদ্ধে আপিল করেছিল। আজকের রায় ঘোষণার পর আপিল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ । ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টের রিভিউ আসার আগ পর্যন্ত অ্যাপল পণ্যের ওপর অবশ্য নিষেধাজ্ঞা জারি হচ্ছে না।
অ্যাপল এবং স্যামসাং ১০ টি দেশে পেটেন্ট মামলা নিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়ছে। ২০১২ সালে অ্যাপলের করা পৃথক একটি মামলায় স্যামসাংকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছিলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট। তবে সাম্প্রতিক এ মামলার রায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান দুটির দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করবে।
যুক্তরাষ্ট্রে থ্রিজি ওয়্যারলেস প্রযুক্তির পেটেন্ট সংক্রান্ত একটি মামলায় স্যামসাংয়ের কাছে হেরে গেছে অ্যাপল। ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন বা আইটিসির বিচারক প্যানেল আজ মঙ্গলবার এ রায় দিয়েছে।
No comments:
Post a Comment