ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স অপারেটিং সিস্টেম (ওএস) চালিত স্মার্টফোন বাজারে আসছে সেটি পুরোনো খবর। তবে সম্প্রতি জানা গেছে, চলতি বছরেই বাজারে আসছে মজিলা ওএস-চালিত স্মার্টফোন। গতকাল আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ফায়ারফক্স ওএসের অ্যালকাটেল ওয়ান টাচ ফায়ার এবং জেডটিই ওপেন নামের নতুন দুটি স্মার্টফোন বাজারে আসছে। এরই মধ্যে ফায়ারফক্স ওএসের একটি ডেমো ইউটিউবে (http://goo.gl/cZ98x) ছাড়া হয়েছে। এতে বেশ কিছু বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে।
সম্পূর্ণ ওয়েবভিত্তিক সুবিধার নতুন ওএসের এ স্মার্টফোনে কল করা, এসএমএস আদান-প্রদান, ই-মেইল, ক্যামেরাসহ সব ধরনের প্রয়োজনীয় কাজই করা যাবে। এর মধ্যে বিল্ট-ইন থাকছে ফেসবুক, টুইটার, ফায়ারফক্স ব্রাউজার ইত্যাদি। অ্যাপসের জন্য রয়েছে বিশেষ ফায়ারফক্স মার্কেটপ্লেস। এখান থেকে অ্যাপস ডাউনলোড না করেই ব্যবহার করা যাবে। ফায়ারফক্সের প্রধান পরিচালন কর্মকর্তা জয় সুলিভান বলেন, ‘ওয়েবভিত্তিক সুবিধাযুক্ত স্মার্টফোনের জন্য ফায়ারফক্স ওএস দারুণ এক অভিজ্ঞতা। আমরা নতুন এ অভিজ্ঞতা ব্যবহারকারীদের দিতে পেরে বেশ আনন্দিত।’
ফায়ারফক্সের ডেস্কটপ ও মোবাইল ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতার মতোই উন্নত এবং নিরাপদ ওএস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে বলে আস্বস্ত করেছে ফায়ারফক্স কর্তৃপক্ষ। চলতি বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে পাওয়া যাবে ফায়ারফক্স ওএসের স্মার্টফোন। ইউরোপের বাজারের জন্য এ ওএস-চালিত ফোন নিয়ে আসছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর। নতুন এ ওএসের নানা বিষয় জানা যাবে www.mozilla.org/en-US/firefox/os ঠিকানায়।
No comments:
Post a Comment